#মুম্বই: জুহি চাওলা (Juhi chawla)। ৯০ দশকের সব থেকে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। বলিউডে একের পর এক হিট ছবি রয়েছে তাঁর। জুহিকে একটা যুগ বলা যেতে পারে। আমির খান থেকে শাহরুখ খান কিম্বা সানি দেওয়াল বা ঋষি কাপুর সকলের সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছেন তিনি। আর জুহি থাকা মানেই সে ছবি সুপারহিট। 'বোল রাধা বোল' , 'কেয়ামত সে কেয়ামত তক', 'ফিরভি দিল হ্যায় হিন্দুস্থানি', 'ডর' কিম্বা 'ডুপ্লিকেট' সবেতেই আলাদা মাত্রা এনেছিলেন জুহি চাওলা। যে নায়কের সঙ্গেই তিনি জুটি বেঁধেছেন সেটাই সুপারহিট হয়েছে। মিস ইন্ডিয়া থেকে বলিউডের রানি হয়েছিলেন তিনি। যদিও এখন বহুদিন সিনেমা থেকে দূরে জুহি। সংসার নিয়েই মেতে আছেন অভিনেত্রী। তাঁর সহ অভিনেতারা শাহরুখ , আমির এরা এখনও চুটিয়ে কাজ করছেন। কিন্তু জুহি কাজে বিরতি দিয়েছেন।
অন্য জন সুস্মিতা সেন (Sushmita Sen)। বয়সে জুহির থেকে অনেকটাই ছোট। এখনও বিয়ে করেননি। দুই কন্যা সন্তানকে দত্তক নিয়ে, সুখি মা তিনি। মিস ইউনিভার্স থেকে বলিউডের জার্নি। সুস্মিতার ঝুলিতেও একের পর এক সুপারহিট ছবি রয়েছে। ৯০-এর দশকের শেষের দিকে ছবি করা শুরু করেন তিনি। তারপর একের পর এক হিট। সুস্মিতার আভিজাত্য অন্য মাত্রা এনেছেন। বেশ কয়েক বছর কাজ থেকে দূরে থাকার পর, সুস্মিতাকে দেখা যায় ওয়েব সিরিজে কাজ করতে। 'আরিয়া'য় একেবারে অন্যভাবে ধরা দিয়েছেন তিনি।
সুস্মিতা প্রথম থেকেই ভক্ত জুহির। কিন্তু তিনি জানতেন না জুহি যে ভালো গানও করেন। তিনি কেন অনেকেই জানেন না জুহির এই প্রতিভার কথা। একটি অ্যাওয়ার্ড ফাংশনে গান গেয়ে সকলকে চমকে দেন জুহি। শাহরুখ খান অভিনীত ছবি, 'কাল হো না হো'র গান গেয়ে সকলকে চমকে দেন জুহি। দর্শকাসনে বসে জুহিকে গান গাইতে দেখে চমকে যান সুস্মিতা সেন। তাঁর চোখে মুখে ধরা পড়ে বিস্ময়। অবাক হয়ে পাশের মানুষকে প্রশ্ন করেন, জুহি গাইতে পারেন? তারপরেই জোরে হাততালি দিতে শুরু করেন সুস্মিতা। একাই তালি দিয়ে মাতিয়ে দেন। এই ভিডিও বেশ পুরোনো। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে এই ভিডিও (viral video) । যা দেখে মানুষ জুহির গানের প্রশংসা তো করছেনই, সেই সঙ্গে সুস্মিতার বড় মনের প্রশংসায় মেতে উঠেছেন নেট নাগরিকরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Juhi Chawla, Sushmita Sen, Viral Video