corona virus btn
corona virus btn
Loading

প্যান্টের চেন সামলে ! শাহরুখকে এমন কেন বললেন অমিতাভ?

প্যান্টের চেন সামলে ! শাহরুখকে এমন কেন বললেন অমিতাভ?

একটা সময় ছিল, যখন শাহরুখ ও অমিতাভের মধ্যে ঠান্ডা লড়াই ছিল চরমে ৷ এমনকী, ফিল্মি অনুষ্ঠানে দু’জনের দেখা হলে মুখ ফিরিয়ে নিতেন একে অপরের ৷

  • Share this:

#মুম্বই: একটা সময় ছিল, যখন শাহরুখ ও অমিতাভের মধ্যে ঠান্ডা লড়াই ছিল চরমে ৷ এমনকী, ফিল্মি অনুষ্ঠানে দু’জনের দেখা হলে মুখ ফিরিয়ে নিতেন একে অপরের ৷ ঠিক সেই সময়ই যশ চোপড়া অমিতাভ ও শাহরুখকে সঙ্গে নিয়ে তৈরি করে ফেললেন মহব্বতে৷ তারপরই যেন বরফ গলতে শুরু করল অমিতাভ-শাহরুখের সম্পর্কে ৷ তবে বলিউডে আসার আগে থেকেই অমিতাভের বিগ ফ্যান শাহরুখ ৷ তা তিনি হাবে-ভাবে নানা সাক্ষাৎকারে বহুবার জানিয়েছেন ৷ তবে এবার শাহরুখ, অমিতাভের সম্পর্কে যা বললেন তা শুনে হতবাক সব্বাই !

শাহরুখ আপাতত ব্যস্ত নতুন ছবি ‘রইস’-এর প্রোমোশনে ৷ আর এই প্রোমোশন অনুষ্ঠানে এসেই শাহরুখ শেয়ার করলেন অমিতাভের সঙ্গে তাঁর ব্যক্তিগত কিছু কথোকথন ৷

শাহরুখ জানান, এক স্টেজ শোয়ের আগে শাহরুখ নাকি অমিতাভকে জিজ্ঞেস করেছিলেন, ‘স্টেজ শোয়ের আগে ঠিক কী করা উচিত ?’ অমিতাভ নাকি স্পষ্টই শাহরুখকে জানিয়ে ছিলেন, ‘দেখে নেওয়া উচিত, প্যান্টের চেন লাগানো আছে কিনা !’

শুধু তাই নয়, অমিতাভ কথায় কথায় শাহরুখকে জানিয়ে ছিলেন, সবার কথাই মন দিয়ে শোনা উচিত ৷ না হলে অপর লোকটি ভাববে, তোমার অহংকার হয়েছে ৷ যা তোমার উন্নতি আটকে দেবে ৷

First published: February 3, 2017, 7:59 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर