Home /News /entertainment /
বুকের মধ্যে লেখা রবিনার নাম, নায়িকাকে সামনে দেখে পাগল হল যুবক !

বুকের মধ্যে লেখা রবিনার নাম, নায়িকাকে সামনে দেখে পাগল হল যুবক !

লকডাউনের বাজারে প্রকাশ্যে এল এক পুরনো ভিডিও ৷ যা ঝড়ের মতো শেয়ার হতে শুরু করল সোশ্যাল মিডিয়ায়৷ যেখানে দেখা গেল এক যুবক বুকের মধ্যে লিখেছে রবিনা ট্যান্ডনের নাম ৷

 • Share this:

  #মুম্বই: নব্বইয়ের দশকে বলিউডের হট নায়িকা মানেই রবিনা ট্যান্ডন ৷ তাই তো রবিনাকে নিয়ে গান বাঁধা হয়, তু চিজ বরি হ্যায় মস্ত মস্ত ৷ আর সেই মস্ত চিজের মানে রবিনার ফ্যান ফলোয়িংও সে সময় ছিল দুরন্ত ৷

  লকডাউনের বাজারে প্রকাশ্যে এল এক পুরনো ভিডিও ৷ যা ঝড়ের মতো শেয়ার হতে শুরু করল সোশ্যাল মিডিয়ায়৷ যেখানে দেখা গেল এক যুবক বুকের মধ্যে লিখেছে রবিনা ট্যান্ডনের নাম ৷ যুবকের বুকের মধ্যে লেখা রবিনা ইজ গড!

  তবে যুবক শুধু বুকে নাম লিখেই ক্ষান্ত দেননি ৷ রবিনা ট্যান্ডনকে সামনে পেয়ে রীতিমতো তাল কাটল যুবকের৷ নায়িকার পায়ের মধ্যে মুখ থুবরে পড়ে, রবিনা রবিনা চিৎকার করতে শুরু করল যুবক৷ শেষমেশ ভল্টেন্টিয়াররা এসে রবিনাকে এই পাগল ফ্যানের হাত থেকে বাঁচালো ৷

  দেখুন সেই ভাইরাল ভিডিও---

  Published by:Akash Misra
  First published:

  Tags: Raveena News, Raveena Tandon

  পরবর্তী খবর