corona virus btn
corona virus btn
Loading

এ মা! জামা কাপড় খুলে গাড়ির ভিতর কী করছেন রণবীর-ক্যাট?

এ মা! জামা কাপড় খুলে গাড়ির ভিতর কী করছেন রণবীর-ক্যাট?

জুলাই মাসের ১৪ তারিখ মুক্তি পেতে চলেছে রণবীর-ক্যাটরিনার বহু প্রতীক্ষিত ছবি জগ্গা জাসুস ৷

  • Share this:

#মুম্বই: জুলাই মাসের ১৪ তারিখ মুক্তি পেতে চলেছে রণবীর-ক্যাটরিনার বহু প্রতীক্ষিত ছবি জগ্গা জাসুস ৷ আর এই ছবি ইতিমধ্যেই কৌতুহল জাগিয়ে তুলেছে গোটা বলিউডে ৷ ঠিক এই সময়ই ভাইরাল হয়ে উঠল জগ্গা জাসুসের একটি শ্যুটিং দৃশ্য ৷ যেখানে একেবারে নগ্ন অবস্থায় দেখা গেল রণবীর ও ক্যাটকে ! তবে গোটা কাণ্ডটাই ঘটল শ্যুটিংয়ের জন্য ৷ অটোর মধ্যে ঘনিষ্ঠ হওয়াটা একেবারেই কাজের খাতিরে ৷ এর মধ্যে দিয়েই রণবীর-ক্যাট জানিয়ে দিলেন তাঁরা দু’জনই কত বড় অভিনেতা ৷

যত কান্ড ফিল্মের জন্য ৷ তা নিজেদের মধ্যে ঠান্ডা সম্পর্ক থাকুক না কেন? যেহেতু একসঙ্গে সিনেমা করে ফেলেছেন, প্রোমোশনে আসতেই হবে, নানা প্রশ্নের উত্তর দিতেই হবে৷ আর সবই করতে হবে সিনেমার খাতিরে ৷

সামনের জুলাই মাসে মুক্তি পেতে চলেছে ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুরের নতুন ছবি ‘জগ্গা জাসুস’ ৷ অনুরাগ বসু পরিচালিত এই ছবি নিয়ে বিস্তর আলোচনা ৷ একে তো এই ছবির শ্যুটিং চলাকালীনই ব্রেকআপ হয় রণবীর-ক্যাটরিনার ৷ এমনকী, এই ব্রেকআপের জেরে সিনেমার শ্যুটিংও আটকে গিয়েছিল ৷ ফিল্ম মুক্তি নিয়েও নানা জলঘোলা ৷ তবে শেষমেশ জুলাইতেই মুক্তি পাচ্ছে জগ্গা জাসুস ৷

jagga 2

ইতিমধ্যে ছবির ট্রেলার, এবং তিনটি গান প্রকাশ্যে এসেছে ৷ যা দেখে ছবি নিয়ে বেশ কৌতুহল বলিউডে ৷ প্রকাশ্যে এল জগ্গা জাসুসের নতুন গান ‘ঝুমরিতলাইয়া’ ! যেখানে দেখা গেল ক্যাট-রণবীরে সেই পুরনো রসায়ন ৷

First published: July 4, 2017, 2:41 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर