#কলকাতা: টেলি অভিনেত্রীর পল্লবী দের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টেলি পাড়ায়। আজ রবিবার সকালে গড়ফার বাড়ি থেকে উদ্ধার হয় ২৫ বছর বয়সি অভিনেত্রীর ঝুলন্ত দেহ। তবে এটি আত্মহত্যা নাকি খুন তা নিয়ে প্রশ্ন উঠছে। গড়ফার বাড়িতে বয়ফ্রেন্ড সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে থাকতেন পল্লবী দে। আগের দিন রাত ৩টে পর্যন্ত অনলাইন ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টেও নেই কোনও আত্মহত্যার ইঙ্গিত। সাগ্নিকের সঙ্গে পাটুলির কাছাকাছি গিয়ে মোমো খাওয়ার ছবিও শেয়ার করেছিলেন। তাহলে কেন এই ঘটনা? জানা যাচ্ছে শনিবার নাকি সাগ্নিকের সঙ্গে কোনও বিষয় নিয়ে তাঁর কথা কাটাকাটিও হয়। তবে তা কী, এখনও প্রকাশ্যে আসেনি। সাগ্নিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pallavi dey