#মুম্বই: বহু বছর হয়ে গিয়েছে, করিনা-শাহিদের প্রেম কাহিনি ৷ এখনও শাহিদও এক সন্তানের বাবা, অন্যদিকে করিনাও এক সন্তানের মা ৷ দু’জনেই নিজের জীবনে নিজের মতো করে এগিয়ে গিয়েছেন ৷ কিন্তু বলিউড এমন একটা জায়গা, যেখানে পুরনো চাল ভাতে বাড়ে, বা বলা ভালো পুরনো প্রেমের নেশাটাই বেশি !
গপ্পোটা হল, সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে হঠাৎই সাংবাদিকরা শাহিদকে জিজ্ঞেস করে বসেন, করিনার সঙ্গে তাঁর ব্রেকআপ হওয়ার কারণ ৷ এতদিন বাদে সাংবাদিকদের মুখে এরকম প্রশ্ন শুনে কিছুটা হতবাক হয়েছিলেন শাহিদ ৷ তবে নিজেকে একটু সামলে নিয়ে, শাহিদ স্পষ্টই জানালেন, করিনার সঙ্গে তাঁর সম্পর্কের কথা ৷
শাহিদের কথায়, ‘এটা আমার খুবই ব্যক্তিগত ব্যাপার, এই নিয়ে কথা বলার না সময় নয় ৷ কারণ, এই ঘটনার বহু বছর হয়ে গিয়েছে ৷ তবে এইটুকুই বলতে চাই ৷ কিছু কিছু রহস্য, সারাজীবন রহস্য থাকাই ভালো ৷ তাহলে দুনিয়ার সব কিছু ঠিক থাকে ! ’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Breakup, Kareena Kapoor, Shahid Kapoor