corona virus btn
corona virus btn
Loading

ভোজপুরি গানের সুরে ঠুমকা দিয়ে তুফান তুললেন রাখি, দেখুন ভাইরাল ভিডিও

ভোজপুরি গানের সুরে ঠুমকা দিয়ে তুফান তুললেন রাখি, দেখুন ভাইরাল ভিডিও
Photo- Instagram / Video Grab

কখনও বিয়ে হচ্ছে কখনও মধুচন্দ্রিমায় যাচ্ছেন

  • Share this:

#মুম্বই: কখনও বিয়ে হচ্ছে কখনও মধুচন্দ্রিমায় যাচ্ছেন ৷ কখনও আবার আগে যাঁকে বিয়ে করবেন বলেছিলেন তিনি দাবি করছেন তাঁর থেকে কয়েক কোটি টাকা নিয়েছেন রাখি সাওয়ান্ত ৷ এইসব মিলিয়ে সময়টা মন্দ যাচ্ছে না ৷ ড্রামা কুইনকে ইদানিং বলিউডে বিশেষ দেখা যায় না ৷ তবে ভোজপুরী সিনেমায় তাঁর ধামাল তিনি একইভাবে দেখাচ্ছেন ৷ পওয়ন সিংয়ের সঙ্গে কালো ঝলমলে পোশাকে রাখির নাচের দৃশ্যের শ্যুটিং এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ দেখে নিন সেই ভিডিও ৷

সবসে বড়া চ্যাম্পিয়ন ছবিতে এই আইটেম নাম্বারে কোমর দোলাবেন তিনি ৷ গানটি হল লাগা নবরত্ন তেল ...এবার দেখার গানটি মুক্তি পেলে কী তিনি স্বপ্না চৌধুরীকে সরিয়ে ভোজপুরী দুনিয়ার এক নম্বর জায়গাটা পান কিনা ৷ আরও দেখুন
First published: August 18, 2019, 8:24 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर