#Tiktok video: সামনে ব্ল্যাক বোর্ড, হাতে লাঠি, এ কী বানান শেখাচ্ছেন!!!

#Tiktok video: সামনে ব্ল্যাক বোর্ড, হাতে লাঠি, এ কী বানান শেখাচ্ছেন!!!
Photo- Tiktok Video Grab

Viral Video বলে কথা

  • Share this:
#কলকাতা : TikTok ভিডিও নিয়ে বিভিন্ন সময়েই সমালোচনার ঝড় ওঠে ৷ বিভিন্ন সময় এই অ্যাপ নিষিদ্ধও করে দেওয়া হয়েছিল ৷ অনেক সময়েই এই ধরণের ভিডিও শ্যুট করতে গিয়ে অনেক তরুণ-তরুণী প্রাণও হারান ৷ তবে সময়েই কী এই অ্যাপ দিয়ে চটুল ভিডিও তৈরি করতে হয়  ৷ তবে সম্প্রতি একটি টিকটক অ্যাকাউন্ট দারুণ জনপ্রিয় হয়েছে যার নাম #comedyteacher ৷ এই অ্যাকাউন্টে পোস্ট হওয়া ভিডিও-র ভিউ কোটিতে ৷ বিভিন্ন মানুষ শিক্ষক সেজে ভিডিও তৈরি করেন ৷ আর ব্ল্যাক বোর্ডে বিভিন্ন বানান লিখে তার উচ্চারণ শেখানো হয় ৷ আরও পড়ুন - Ind vs Ban: তিনদিনেই খতম বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট , ইনিংস ও ১৩০ রানে জিতল ভারত
গৌরব গেরা নামের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এই ভিডিওগুলি আপলোড হয়েছে ৷ এর উদ্দেশ্য শুধুমাত্রই মজা করার জন্য তা বলার অপেক্ষা রাখে না ৷ নির্মল আনন্দ পেতে বহু দর্শকই এই ভিডিওগুলি দেখেন এবং তাঁদেরই হাত ধরে ভাইরালের তকমা পায় এইসব Tiktok ভিডিও ৷ আরও দেখুন
First published: November 16, 2019, 6:40 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर