corona virus btn
corona virus btn
Loading

হাতে শাঁখা-পলা, কোলে স্বামীকে শুইয়ে ফিডিং বোতলে খাইয়ে দিচ্ছেন স্ত্রী, TikTok Video নিমেষে ভাইরাল

হাতে শাঁখা-পলা, কোলে স্বামীকে শুইয়ে ফিডিং বোতলে খাইয়ে দিচ্ছেন স্ত্রী, TikTok Video নিমেষে ভাইরাল
Photo- Tiktok Video Grab

ভিডিওটি আলোড়ন তুলেছে সোশ্যাল মিডিয়ায়

  • Share this:

#কলকাতা :  ভাইরাল আপনি কিসে হবেন তা জানলে  আপনি দাবি করে বলতে পারতেন আপনি যা বানাচ্ছেন তা সে ভিডিও হক বা ছবি তা ভাইরাল হবে ৷ তাই একটু ভাইরাল হওয়ার আশায় নানরকম কাজ ক্যামেরার সামনে মানুষ করেন  ৷ কখনও গান গান, কখনও নাচেন, কখনও আবার আজব আজব আচরণ করেন ৷

এই আজব আচরণের মধ্যেই পরবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলা এই Tiktok ভিডিওটি ৷ এই ভিডিওতে দেখা যাচ্ছে হাতে শাঁখা -পলা , সীমন্তে সিঁদুর, ঘরোয়া পোশাকে বিছানায় বসে রয়েছেন এক ভদ্রমহিলা ৷ এ অবধি খুবই স্বাভাবিক এই বিষয়টি ৷ কিন্তু এরপরেই কাহানিতে ট্যুইস্ট ৷

আরও পড়ুন - India vs Bangladesh: 347/9 ডিক্লেয়ার দিল ভারত, বাংলাদেশের বিরুদ্ধে লিড 241 রানের

ভদ্রমহিলার কোলে শুয়ে রয়েছেন এক পূর্ণবয়স্ক ভদ্রলোক ৷ তাঁকে কাপড় দিয়ে জড়িয়ে রাখা হয়েছে ৷ যেরকমভাবে অনেক সময় শিশুদের জড়িয়ে রাখা হয় ৷ আর এই কাপড়ে জড়িয়ে রাখা পুরুষটিকে ফিডিং বোতলে করে খাইয়ে দিচ্ছেন মহিলা ৷

নির্মল মজার এই ভিডিও দেখে হেসে লুটিয়ে যাচ্ছেন দর্শকরা ৷ আসলে আজকের ইঁদুর দৌড়ের জীবনে হাসির সুযোগ তো বড় একটা পাওয়া যায় না তাই ইসরত নামের টিকটক ভিডিও হ্যান্ডেল থেকে তোলা এই ভিডিও খুশিতে ভরিয়ে দিচ্ছে মানুষকে ৷

দেখে নিন সেই Viral Tiktok Video

  আরও দেখুন
First published: November 23, 2019, 6:08 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर