হোম /খবর /বিনোদন /
ঘরবন্দি ! মন ভাল রাখতে দেখে ফেলুন চার্লি চ্যাপলিনের এই ৫ সিনেমা

ঘরবন্দি ! মন ভাল রাখতে দেখে ফেলুন চার্লি চ্যাপলিনের এই ৫ সিনেমা

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: করোনা ভাইরাসে আক্রান্ত এখন গোটা বিশ্ব ৷ বেড়েই চলেছে মৃত্যু মিছিল ৷ কান পাতলেই কান্নার আওয়াজ ৷ ঘরবন্দি দশায় মানসিক দিক থেকে যখন বিপর্যস্ত মানুষ, ঠিক সেই সময়ই হঠাৎ করে ক্যালেন্ডার জানান দিল, আজ চার্লির জন্মদিন ৷ সেই চার্লি, যিনি কঠোর সময়ে, কঠিন সময়ে, দুঃখের মধ্যেও হাসতে শিখিয়েছেন ৷ পকেট ছেঁড়া জামা, চামড়া ওঠা জুতোয়, নাকের নিচে ছোট্ট গোঁফের তাঁর অভিব্যক্তি আজও এক পলকেই হাসির দুনিয়ার নিয়ে যায় ৷ কিন্তু এই হাসির আড়ালে বা বলা ভালো হাসির মধ্যে দিয়েই বেঁকে গিয়েছিল কত রাজনৈতিক প্রতিষ্ঠান ৷ হাসির মধ্যে দিয়েই তুমুল সমালোচনা করেছিলেন চার্লি ৷ কখনও হিটলারকে, কখনও স্তালিনকে, কখনও ফ্যাসিবাদ, পুঁজিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলেন সেই ‘ছোট্ট’ মানুষটি৷ আজ যখন দুনিয়া জুড়ে করোনা থাবা ৷ মারণ ভাইরাস নিয়ে রাজনীতি ৷ আর তাঁর ফাঁদে পড়ে সাধারণের প্রাণ যাচ্ছে, ঠিক তখনই মনে পড়ে যায় তাঁর একেকটি ছবির কথা ৷

দেখুন চার্লি চ্যাপলিনের সিনেমাদেখুন চার্লি চ্যাপলিনের সিনেমা
দেখুন চার্লি চ্যাপলিনের সিনেমাদেখুন চার্লি চ্যাপলিনের সিনেমা
Published by:Akash Misra
First published:

Tags: Charlie chaplin, Five Movie