#কলকাতা: আজ মনসা পুজো ৷ এই দেবীর ঘটা করে পুজো সম্পন্ন হচ্ছে বাংলার বিভিন্ন গৃহস্থে ৷ আর সেই দেবী বিষহরির কাহিনি নিয়ে কালার্স বাংলায় সন্ধ্যায় সম্প্রচারিত হয় ধারাবাহিক ‘মনসা’৷ দেবী মনসার কাহিনি দেখতে টেলিভিশন সেটের সামনে বুঁদ হয়ে যায় আট থেকে আশি ৷
পৌরাণিক কাহিনি পৌরাণিক কাহিনি মনসা মঙ্গল অবলম্বনে এই ধারাবাহিক তৈরি করা হয়েছে। এতে মহাদেব কন্যা মনসার দেবী হয়ে ওঠার কাহিনি তুলে ধরা হয়েছে।
আর মনসা পুজোর বিশেষ তিথিতে এই ‘মনসা’ ধারাবাহিকটির বিশেষ এপিসোড সম্প্রচারিত হতে চলেছে ৷ আর সেই কথাই জানা দিয়েছে কালার্সের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিও থেকে ৷
মনসার চরিত্রে অভিনয় করছেন চান্দ্রেয়ী ৷ ধারাবাহিকের প্রোমোতে তাঁকেই দেখা যাচ্ছে মনসাদেবীর পুজোর উপচার নিয়ে দু-চার কথা বলতে ৷ যেখানে জানানো হয়েছে, মনসাদেবীকে ঠিক কেমনভাবে পুজো করলে তিনি তুষ্ট হন ৷ ইনস্টাগ্রাম পোস্টটি থেকেও এর সামান্য আভাসও পাওয়া যাবে ৷ তবে আর কী দেখে নিন সেই পোস্ট ৷ আর আজকের এপিসোডটা কিন্তু মিস করবেন না কিছুতেই ৷
নাগপঞ্চমী তিথি নিয়ে কিছু তথ্য রইল আপনাদের জন্য। সেইদিন থাকছে #Manasa-র মহাপর্ব, বেহুলার আগমন', 17ই আগস্ট শুক্রবার সন্ধে 7টায়। pic.twitter.com/MWa0PlbOaT
— Colors Bangla (@ColorsBangla) August 16, 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Manasa, Manasa Puja, Mega Serial