• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • মুক্তি পেল ‘বাহুবলী ২’-র ট্রেলার, দেখে নিন

মুক্তি পেল ‘বাহুবলী ২’-র ট্রেলার, দেখে নিন

বহু প্রতিক্ষিত 'বাহুবলী ২- দ্য কনক্লিউশন' ছবির ট্রেলার মুক্তি পেল বৃহস্পতিবার।

বহু প্রতিক্ষিত 'বাহুবলী ২- দ্য কনক্লিউশন' ছবির ট্রেলার মুক্তি পেল বৃহস্পতিবার।

বহু প্রতিক্ষিত 'বাহুবলী ২- দ্য কনক্লিউশন' ছবির ট্রেলার মুক্তি পেল বৃহস্পতিবার।

 • Share this:

  #মু্ম্বই: বহু প্রতিক্ষিত 'বাহুবলী ২- দ্য কনক্লিউশন ' ছবির ট্রেলার মুক্তি পেল বৃহস্পতিবার। এসএস রাজামৌলি পরিচালিত বাহুবলী সিরিজের প্রথম পর্ব শেষ হয়েছিল একটা প্রশ্ন নিয়ে। সেই প্রশ্ন ‘কাটাপ্পা নে বাহুবলী কো কিউ মারা’ ?  তার উত্তর দিতে চলেছে 'বাহুবলী দ্য কনক্লিউশন'। প্রথম পর্বের ছবি মুক্তি পাওয়ার পর বছর দুই কেটে গিয়েছে, কিন্তু এখনও এই ছবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে ৷ সেটা তার ট্রেলার লঞ্চের স্পষ্ট ৷ ট্রেলার রিলিজের কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল সাইটে ভাইরাল ‘বাহুবলী ২’ ৷

  অ্যাকশনে ঠাসা এই ট্রেলারে গ্ল্যামার থেকে চমক কিছুই বাদ যায়নি। আগামী ২৮  এপ্রিল ছবির মুক্তির অপেক্ষায় গোটা দেশ। দেখে নিন ছবির ট্রেলার ৷

  First published: