corona virus btn
corona virus btn
Loading

মোদি থেকে ক্যাটরিনা, শাহরুখ থেকে হৃতিক এক ক্লিকে হয়ে উঠছেন খুদে থেকে বড়, নেট দুনিয়ার সুপার ভাইরাল ভিডিও

মোদি থেকে ক্যাটরিনা, শাহরুখ থেকে হৃতিক এক ক্লিকে হয়ে উঠছেন খুদে থেকে বড়, নেট দুনিয়ার সুপার ভাইরাল ভিডিও
Photo- Facebook/ Video grab

এই ভিডিও না দেখে থাকলে বড় মিস...

  • Share this:

#কলকাতা : একটি ভিডিও যার ভিউ হয়েছে ৫০ লক্ষেরও বেশি, শেয়ার হয়েছে প্রায় ২০ হাজার তার জন্য বোধহয় ভাইরাল শব্দ যথেষ্ট নয় ৷ এই জন্যেই নেটিজেনদের মতে সুপার ভাইরাল এই ভিডিও৷  এই ভিডিও কেন এত ভাইরাল তার কারণ রয়েছে ৷ আসলে বিভিন্ন তারকাদের এক ক্লিকে ছোট থেকে বড় হতে দেখা যাচ্ছে এই ভিডিওতে ৷

বলিউড-হলিউড-টলিউডের তাবড় স্টারদের এক ক্লিকে রূপ বদলের ছবি দেখা যাচ্ছে ৷ এই তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ সব মিলিয়ে ভিডিও একেবারে জমজমাট ৷ আর বলি তারকাদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, হৃতিক রোশন থেকে শুরু করে ক্যাটরিনা- করিনাও ৷ জনপ্রিয় দক্ষিণী অভিনেতারাও রয়েছেন এই ভিডিওতে ৷ একইসঙ্গে রয়েছেন ছেলে কোলে জ্যাকি শ্রফ ৷ অর্থাৎ টাইগারকে বড় হতে দেখতেও পাওয়া যাচ্ছে এই ভিডিওতে ৷

যেকোনও তারকাদেরই ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগত ছবির ওপর মানুষের আকর্ষণ চিরন্তন ৷ ফলে এই সমস্ত অভিনেতা-অভিনেত্রী-রাজনীতিবিদ সকলেই ছেলেবেলায় কেমন দেখতে ছিলেন এই ইচ্ছাটা সবসমেয়ই কাজ করে ৷ নেট ঘেঁটে প্রত্যেকের ছোটবেলা ফিরে দেখা সকলের হয়ে ওঠে না ৷ তবে সোশ্যাল মিডিয়া তো এখন সমাজের দর্পণ৷ মানুষের এই চাহিদার কথা মাথায় রেখেই তৈরি হয়েছে এই ভিডিও ৷ যা সোশ্যাল মিডিয়ায় কার্যত আগুন লাগিয়ে দিয়েছে ৷ নম্বর সবসময়েই কথা বলে ৷ ভালো ছাত্র ছাত্রী যে মন পরীক্ষার খাতায় পাওয়া নম্বরের ভিত্তিতে স্থির হয় , তেমনিই সফল রাজনৈতিক নেতা হয় মানুষ তার প্রাপ্ত ভোট বা নির্বাচনে একাধিকবার জয়ের সংখ্যা দিয়ে ৷ বলিউডের ক্ষেত্রেও নম্বর অত্যধিক গুরুত্বপূর্ণ কারণ সুপারহিট সিনেমা হয় বক্স অফিসে কালেকশনের ভিত্তিতে ৷ এই সব নিরিখ মাথায় রাখলেই বোঝা যায় এই সুপারহিট ভিডিওটি সত্যিই ঝড়ের গতিতে ভাইরাল ৷

আরও দেখুন

First published: January 17, 2020, 10:57 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर