# : তৃতীয় বিশ্ব! ভারি অদ্ভুত একটি শব্দ৷ অর্থের সঙ্গত না থাকায় একটি শিশুকে নিজের প্রতিভা বাজারি করে রোজগার করতে হয় টাকা! হায় প্রতিভা৷ কোথায় যত্নে থেকে নিজের স্কিলকে আরও দারুণ করে নেওয়ার কথা ছিল সেখানেই সে একের পর লোকগীতি গেয়ে যাচ্ছে অবিরাম ৷ চারপাশে দাঁড়িয়ে মানুষজন৷ তাদের থেকে ভেসে আসছে ওই গানটা , ওই গানটা এই সব রিকোয়েস্ট! আর কখনও সখনও ভালোবেসে গান পসন্দ বাবুরা দিচছে একটা আধটা টাকা৷
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়েছে৷ ইতিমধ্যেই ভিপ্রায় ৫০ হাজার ছুঁইছুঁই৷ বাচ্চাটির চারপাশে যারা রয়েছেন তাদের অনেকেরই মুখে মাস্ক রয়েছে কিন্তু শিশুটি -র চারদিকে ভি়ড় থাকলেও তার মুখে কিম্বা টেবল কোথাও কোনও মাস্কের চিহ্ন নেই৷
সোশ্যাল মিডিয়ার দৌলতে রোজই কত ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়৷ কখনও হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, তেমনই একেক জনের প্রতিভা দেখে আবার তাজ্জব বনে যেতে হয়।কখনও আবার প্রতিভা দাম পেল না দেখে চোখে জল চলে আসে৷ সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। ইন্টারনেটের এই খুদে এখন নেটিজেনদের ঘরে ঘরে পৌঁছে গেছে৷
পরনে সাদা মাটা জামা। দেখেই বোঝা যায় অভাব তার পিছু ছাড়েনি, তবু গলা ছেড়ে গান গাইছে সে। হয়ত ভার্চুয়াল মিডিয়া না থাকলে কোনোদিন আমরা খোঁজই পেতাম না এই খুদের। ইঁদুর দৌড়ে ছুটে চলা রোজনামচায় আর রিয়ালিটি শোয়ের রমরমায় চিরকালের মত চাপা পড়ে যেত এই প্রতিভা।
রোজই চলার পথে ট্রেনে বাসে রাস্তায় আমাদের চোখে পড়ে এমন কিছু প্রতিভা যারা হয়ত পয়সার অভাবে নিজেদের সমস্ত শখ বিসর্জন দিয়েই ছুটে চলেছেন পয়সার পেছনে৷ চিরকালই অবহেলা জুটেছে তাদের কপালে। এক খুদে রাস্তার ধারেই টেবিল বাজিয়ে গান গাইছে৷ উঁচু স্কেলেও তার গলার অবাধ যাতায়াত৷
অবাক করা প্রতিভা এভাবে পথে বসে পয়সা-র জন্য গান গাইছে তা দেখে চোখে জল এসেছে নেটিজেনদের৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video