#মুম্বই: হ্যাঁ, প্রধানমন্ত্রী হচ্ছেন বিবেক ওবেরয় ! বাস্তবে নয়, বরং বড়পর্দায় ৷ পরিচালক উমঙ্গ কুমারের ‘নরেন্দ্র মোদি’র বায়োপিকে নরেন্দ্র মোদির চরিত্রে দেখা যাবে বিবেক ওবেরয় ৷ সম্প্রতি হয়ে গেল এই ছবির ফার্স্টলুক প্রকাশ ৷ সেই অনুষ্ঠানেই বিবেক ওবেরয় জানালেন, ‘নিজেকে ভাগ্যবান মনে করছি ! এত বছরের কেরিয়ারে এই চরিত্র একটা বড় পাওনা !’
বিবেক ওবেরয়ের আরও বলেন, ‘১৬ বছর আগে কোম্পানি সিনেমায় অভিনয়ের কথা মনে পড়ছে ৷ সেরকমই অনুভব করছি ৷ একটু টেনশনে আছি, একটু আনন্দ ৷ তবে নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করাটা একেবারে লাইফটাইম অ্যাচিভমেন্ট ৷’
বিবেকের কথায়, ‘এই ছবি আমাকে শুধু ভালো অভিনেতা নয়, বরং ভালো মানুষ তৈরি হতে সাহায্য করবে ৷’
পরিচালক উমঙ্গ কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বহুদিন ধরেই এই ছবি নিয়ে কথা চলছে ৷ কথা হয়েছিল বিবেক ওবেরয়ের সঙ্গেও ৷ বিবেক ছবির কথা শুনতেই হ্যাঁ করে দেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Narendra Modi, Vivek Oberoi