• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ভাইয়ের প্রাণ বাঁচিয়ে ছিলেন শ্রীদেবী, শ্রদ্ধা জানাতে ঠায় দাঁড়িয়ে দৃষ্টিহীন যুবক

ভাইয়ের প্রাণ বাঁচিয়ে ছিলেন শ্রীদেবী, শ্রদ্ধা জানাতে ঠায় দাঁড়িয়ে দৃষ্টিহীন যুবক

ANI

ANI

চাঁদনি যেতে পারে না ! চাঁদনি থাকবেন মানুষের মনে ৷ তাঁর কাজে ৷ শ্রীদেবীর অকাল প্রয়াণে এরকমটাই বার বার বলে উঠছেন উত্তরপ্রদেশের যতীন বাল্মিকী ৷

 • Share this:

  #মুম্বই: চাঁদনি যেতে পারে না ! চাঁদনি থাকবেন মানুষের মনে ৷ তাঁর কাজে ৷ শ্রীদেবীর অকাল প্রয়াণে এরকমটাই বার বার বলে উঠছেন উত্তরপ্রদেশের যতীন বাল্মিকী ৷ শুধু নায়িকা হিসেবে নয়, শ্রীদেবী তো তাঁর কাছে ভগবানের দূতের সমান ৷ তাই তো নায়িকাকে শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার রাত থেকেই শ্রীদেবীর বাড়ির সামনে ঠায় দাঁড়িয়ে যতীন বাল্মিকী ৷ কিন্তু তিনি তো দৃষ্টিহীন ! শ্রীদেবীকে শেষবারের মতো দেখবেন কী করে?

  সংবাদমাধ্যমকে যতীন জানিয়েছেন, ‘তাঁর ভাইয়ের ব্রেন টিউমার ধরা পড়ে। অর্থের অভাবে আটকে যাচ্ছিল ভাইয়ের অপারেশন। আমার এক বন্ধু জানিয়েছিল, শ্রীদেবীর দ্বারস্থ হলে কোনও একটা উপায় হতে পারে। অনেক কষ্টে শ্রীদেবীর সঙ্গে যোগাযোগ হয় । তখনই ভাইয়ের অপারেশনের জন্য এক লক্ষ টাকা দেন অভিনেত্রী। এছাড়া হাসপাতালে বলে কয়ে আরও এক লক্ষ টাকা ছাড়েরও ব্যবস্থা করেন। শ্রীদেবীর জন্যই এখন তিনি পুরোপুরি সুস্থ। রবিবার শ্রীদেবীর অকাল প্রয়াণের কথা জেনে চোখের জল থামাতে পারেননি যতীন৷

  যতীন জানান, শ্রীদেবীর জন্যই আজ তাঁর ভাই জীবন ফিরে পেয়েছেন। তিনি তো আর কিছুই করতে পারবেন না। শুধু শ্রদ্ধা জানিয়ে অন্তিম যাত্রায় শামিল হতে পারেন !’

  First published: