corona virus btn
corona virus btn
Loading

অনুষ্কাকেই ভালোবাসেন বিরাট , সোশাল নেটওয়ার্কে বিরাটের লাভ মেসেজ

অনুষ্কাকেই ভালোবাসেন বিরাট , সোশাল নেটওয়ার্কে বিরাটের লাভ মেসেজ
Photo: instagram

সব জল্পনা, কল্পনা শেষ ! আর কোনও গুঞ্জন নয় ৷ শেষমেশ ইন্টারনেট দুনিয়ার হাত ধরে গোটা বিশ্বের সামনে বিরাট জানিয়েই দিলেন, অনুষ্কা শর্মাকেই তিনি ভালোবাসেন ৷

  • Share this:

#মুম্বই: সব জল্পনা, কল্পনা শেষ ! আর কোনও গুঞ্জন নয় ৷ শেষমেশ ইন্টারনেট দুনিয়ার হাত ধরে গোটা বিশ্বের সামনে বিরাট জানিয়েই দিলেন, অনুষ্কা শর্মাকেই তিনি ভালোবাসেন ৷ ভ্যালেন্টাইনস ডে-র ঠিক একদিন পরে, খোলাখুলি ইনস্টাগ্রামে অনুষ্কা শর্মাকে ট্যাগ করে বিরাট লিখলেন ভালোবাসার কথা ৷ বিরাটের কথায়, ‘যদি তুমি চাও , প্রতিদিনই ভ্যালেন্টাইনস ডে ৷ আমার প্রত্যেকটি দিনকে তুমিই এরকম করে তুলেছ ! ’

insta

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে নিয়ে বহুদিন ধরেই নানা গুঞ্জন চলছিল ৷ এমনকী, গত বছরের ডিসেম্বর মাসে রটে গিয়েছিল উত্তরখন্ডে ঘুরতে গিয়ে বিরাট-অনুষ্কা নাকি সেরে ফেলবেন বাগদান ৷ তারপরেই নাকি ধূমধাম করে বিয়েটাও সেরে ফেলবেন বিরুস্কা ৷ তবে সেই খবরকে একেবারেই ভ্রান্ত বলে ট্যুইট করেছিলেন বিরাট ৷ নিন্দা করেছিলেন সংবাদ মাধ্যমের ৷

তবে নিজেদের প্রেমের কথা সবার সামনে প্রকাশ না করলেও, দেশে, বিদেশে মাঝে মধ্যেই দু’জনকে একসঙ্গে দেখা যেত ৷ যুবরাজ সিংয়ের বিয়েতে একসঙ্গে নাচও করেছিলেন বিরুস্কা ৷ শুধু তাই নয়, ক্রিসমাসের ছুটিতে একসঙ্গে উত্তরাখন্ডেও ঘুরতে গিয়েছিলেন বিরাট ও অনুষ্কা ৷ দেখা করেছিলেন অনুষ্কার গুরুজির সঙ্গে ৷

অনুষ্কার প্রতি ভালোবাসার কথা ইনস্টাগ্রামের পাশাপাশি ট্যুইটারেও শেয়ার করেছিলেন বিরাট ৷ কিন্তু কিছুক্ষণ পরে অজানা কারণে, সেটা ডিলিটও করে দেন তিনি ৷  ট্যুইটারে বিরুস্কাকে শুভেচ্ছাও জানিয়ে ছিলেন শাহরুখ খান ৷

First published: February 15, 2017, 2:10 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर