• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • অনুষ্কার ‘পরী’ দেখে জানেন কী বললেন বিরাট ?

অনুষ্কার ‘পরী’ দেখে জানেন কী বললেন বিরাট ?

File Photo

File Photo

বক্স অফিসে মুক্তি পেয়েছে অনুষ্কা শর্মার পরী ৷ ছবির টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই বলিউডে এই ছবি নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে ৷

 • Share this:

  #মুম্বই: বক্স অফিসে মুক্তি পেয়েছে অনুষ্কা শর্মার পরী ৷ ছবির টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই বলিউডে এই ছবি নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে ৷ একে তো একেবারেই নতুন রূপে দেখা গিয়েছে অনুষ্কাকে ৷ অন্যদিকে, বলিউডে নাকি এর আগে এধরণের ভূতের ছবির হয়নি ৷

  তবে নানা ব্যস্ততার মধ্যেও কিন্তু বিরাট দেখে ফেলেছেন অনুষ্কার পরী ! আর এই ছবি দেখে একেবারেই হতবাক হয়েছেন বিরাট ৷ স্ত্রী অনুষ্কার অভিনয় দেখে বুঁদ হয়ে ট্যুইটও করে ফেলেছেন বিরাট কোহলি ৷

  ট্যুইট করে বিরাট লিখলেন, ‘পরী দেখলাম ৷ এটা আমার স্ত্রীয়ে অন্যতম ভালো কাজ ৷ বহুদিন পর এত ভালো একটা ছবি দেখেছি ৷ অনুষ্কা আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি !’

  virat

  First published: