#মুম্বই: প্রতিটি ক্ষেত্রেই খবরের শিরোনামে থাকেন উর্ফি জাভেদ ৷ তাঁর নিত্য নতুন কায়দার জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় ৷ সোশ্যাল মিডিয়ায় একটি ন্যুড ভিডিও শেয়ার করে তোলপাড় করেছেন উর্ফি জাভেদ ৷ এমন এক ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখতে পাওয়া গিয়েছে কোনও টপ বা অন্তর্বাস নেই উর্ফি জাভেদের পরণে ৷
বিবস্ত্র অবস্থায় সারা শরীর গোলাপের পাপড়ি দিয়ে ঢাকা ৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়েছে ৷ এই ভিডিও দেখে অনেকেই এমন আছেন যাঁরা তাঁদের চোখকেই বিশ্বাস করতে পারেন ৷ ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে বিবস্ত্র হয়ে শুয়ে আছে তার উপরে যেন গোলাপের পাপড়ির যেন বৃষ্টি হচ্ছে ৷ অনেকে মন্তব্য করেছেন পাপড়িগুলি যেন ঢাকা দিচ্ছে এমন ভাবেই ঢেকে রয়েছে লজ্জার নিবারণ হয়েছে ৷
তবে ভিডিওটিতে দেখতে পাওয়া গিয়েছে উর্ফি হাসছেন ৷ উর্ফি জাভেদের (Urfi Javed) হট অবতার ক্যামেরার সামনে তুলে ধরেছেন ৷ ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একি গান বাজছে ৷ যা ভিডিওকে আরও আকর্ষণীয় করেছে ৷ শুয়ে স্বলজ্জ ভাব যেন এক আলাদা মাত্রা সৃষ্টি করেছে ৷ পাগল করা আন্দাজ ঘায়েল করেছে সোশ্যাল মিডিয়ায় ৷ উর্ফি জাভেদ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গোলাপ ফুল আইকন তৈরি করে শেয়ার করেছেন ৷
View this post on Instagram
সেই ভিডিওই রীতিমত ঝড় তুলেছে ৷ বহু মানুষেরা তাতে নাইস, কমেন্টও করেছেন এই প্রথমবার নয়, উর্ফি জাভেদ প্রতিবারই নানান ভিডিও শেয়ার করেন যা হৈচৈ ফেলে দিয়েছে ৷ তবে এইবারের ভিডিও সমস্ত পুরনো রেকর্ড তোলপাড় করেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Urfi javed