হোম /খবর /বিনোদন /
সিঁদুর,শাঁখা-পলা, ‘লক্ষ্মী কাকীমা’ লুকে বলিউড আইটেম নম্বরে নাচ অপরাজিতা আঢ্যের

Viral Video: সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা পলা , ‘লক্ষ্মী কাকীমা’ লুকে বলিউড আইটেম নম্বরে নাচ অপরাজিতা আঢ্যের

Tollywood actress Aparajita Adhya dances with kabhi aar kabhi paar song- Photo Courtesy- Aparajita Adhya/ Instagram Video Grab

Tollywood actress Aparajita Adhya dances with kabhi aar kabhi paar song- Photo Courtesy- Aparajita Adhya/ Instagram Video Grab

দেখে নিন টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী (Actress) অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) সেই ভাইরাল ভিডিও (Viral Video) ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী (Actress) অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)- তাঁর অভিনয় দক্ষতায় যেরকম সকলের মন জয় করে নেন, ঠিক তেমনিই তাঁর হাসিখুশি স্বভাবের জন্যেও তিনি দারুণ পপুলার৷  তিনি অনায়াসেই এমন অনেক কিছু করে ফেলেন, যা আর পাঁচটা টলিউডের প্রথম সারির অভিনেত্রী করতে ১০ বার ভাবেন৷ অপরাজিতা আঢ্য সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো অ্যাকটিভ৷ এই মুহূর্তে ‘লক্ষ্মী কাকীমা সুপারস্টার’ ধারাবাহিকে এখন লক্ষ্মী রূপী সুপারস্টার হয়ে ঘরে ঘরে রাজ করছেন৷

এবার তিনি ভাইরাল ভিডিওতে (Viral Video) এমন জবরদস্ত নাচ করলেন যা দেখে নেটিজেনরা একেবারে হতচকিত৷ পরণে সাধারণ তাঁতের শাড়ি, হাতে শাঁখা পলা, কপালে বড় সিঁদুরের টিপ, সিঁথিতে ভর্তি সিঁদুর৷ এটাই লক্ষ্মী কাকীমা সুপারস্টার সিরিয়ালে তাঁর লুক৷ আর এই লুকেই ধামাল নাচ করে নেট দুনিয়া কাঁপালেন অপরাজিতা আঢ্য  (Aparajita Adhya)৷

আরও পড়ুন - IPL 2022: ম্যাচ, দল, ফুল স্কোয়াড, তারিখ, ভেন্যু, লাইভ স্ট্রিমিং সব তথ্য এক ক্লিকে

দেখে নিন টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী (Actress) অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) সেই ভাইরাল ভিডিও  (Viral Video) ৷

এই ভাইরাল ভিডিওতে ‘‘কভি আর কভি পার’’ গানে শরীরি হিল্লোল তুলেছেন টলিউডের সকলের পছন্দ অপা৷  লক্ষ্মী কাকীমা সুপারস্টার সিরিয়ালে দেবশঙ্কর হালদারের বিপরীতে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য৷ টলিউডের অভিনেত্রীই এই সিরিয়ালের লিড অভিনেত্রী৷ এই ভিডিওতে ট্যাগলাইন লেখা আছে লক্ষ্মী কাকীমা টিম, ফুল অন এনার্জি৷

আরও পড়ুন - Beauty Tips: ভিটামিন ই-র ছোঁয়ায় ত্বক আর চুল হবে উজ্জ্বল, জেনে নিন কীভাবে

এদিকে এর আগেও অপরাজিতা আঢ্যের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল৷  প্রকাশ্যে রাস্তাতেই  শুরু করলেন 'রমতা যোগী'র সঙ্গে নাচ! সেই নাচের ভিডিও পোস্ট-ও করলেন সোশ্যাল মিডিয়ায়! কড়া ডায়েটিং আর ওয়ার্ক আউটে অনেকটাই ওজন কমিয়ে ফেলেছেন অপরাজিতা! তিনি এখন 'স্লিম অ্যান্ড ট্রিম', কাজেই শাড়ি অথবা কুর্তা-সালোয়ার নয়, অপরাজিতাকে দেখা গেল কালো টাইট জিন্স, হাই-নেক সোয়েটার আর সিমারিং শ্রাগে

১৫ ডিসেম্বর অপরাজিতা আঢ্য  (Aparajita Adhya) পাড়ি দিয়েছিলেন উটিতে৷  চুটিয়ে ছুটি উপভোগ করার পাশাপাশি নিত্যনতুন আপডেটও দিতেন সোশ্যাল মিডিয়ায়, সেখানেই দেখা গিয়েছিল  অপরাজিতার ভাইরাল ভিডিওতে (Viral Video) নাচ --

না, হোটেলের রুম নয়, অপরাজিতা নাচ করেন প্রকাশ্যে, উটির একটি গার্ডেনে৷  সবুজ সাজানো বাগানের ব্যাকড্রপে 'তাল' সিনেমার 'রমতা যোগী'র সঙ্গে অপরাজিতার তুমুল নাচের ভিডিও ভাইরাল (Viral Video)  হতে সময় নেয়নি! ক্যাপশনে তিনি লিখেছেন, 'মাঝে মধ্যে কোনও প্রস্তুতি ছাড়াই কোনওকিছু করা যায়, প্রকৃতিই আপনাকে উদ্বুদ্ধ করে!''

Published by:Debalina Datta
First published:

Tags: Aparajita Adhya, Tollywood, Viral Video