#কলকাতা: টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী (Actress) অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)- তাঁর অভিনয় দক্ষতায় যেরকম সকলের মন জয় করে নেন, ঠিক তেমনিই তাঁর হাসিখুশি স্বভাবের জন্যেও তিনি দারুণ পপুলার৷ তিনি অনায়াসেই এমন অনেক কিছু করে ফেলেন, যা আর পাঁচটা টলিউডের প্রথম সারির অভিনেত্রী করতে ১০ বার ভাবেন৷ অপরাজিতা আঢ্য সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো অ্যাকটিভ৷ এই মুহূর্তে ‘লক্ষ্মী কাকীমা সুপারস্টার’ ধারাবাহিকে এখন লক্ষ্মী রূপী সুপারস্টার হয়ে ঘরে ঘরে রাজ করছেন৷
এবার তিনি ভাইরাল ভিডিওতে (Viral Video) এমন জবরদস্ত নাচ করলেন যা দেখে নেটিজেনরা একেবারে হতচকিত৷ পরণে সাধারণ তাঁতের শাড়ি, হাতে শাঁখা পলা, কপালে বড় সিঁদুরের টিপ, সিঁথিতে ভর্তি সিঁদুর৷ এটাই লক্ষ্মী কাকীমা সুপারস্টার সিরিয়ালে তাঁর লুক৷ আর এই লুকেই ধামাল নাচ করে নেট দুনিয়া কাঁপালেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)৷
আরও পড়ুন - IPL 2022: ম্যাচ, দল, ফুল স্কোয়াড, তারিখ, ভেন্যু, লাইভ স্ট্রিমিং সব তথ্য এক ক্লিকে
দেখে নিন টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী (Actress) অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) সেই ভাইরাল ভিডিও (Viral Video) ৷
View this post on Instagram
এই ভাইরাল ভিডিওতে ‘‘কভি আর কভি পার’’ গানে শরীরি হিল্লোল তুলেছেন টলিউডের সকলের পছন্দ অপা৷ লক্ষ্মী কাকীমা সুপারস্টার সিরিয়ালে দেবশঙ্কর হালদারের বিপরীতে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য৷ টলিউডের অভিনেত্রীই এই সিরিয়ালের লিড অভিনেত্রী৷ এই ভিডিওতে ট্যাগলাইন লেখা আছে লক্ষ্মী কাকীমা টিম, ফুল অন এনার্জি৷
আরও পড়ুন - Beauty Tips: ভিটামিন ই-র ছোঁয়ায় ত্বক আর চুল হবে উজ্জ্বল, জেনে নিন কীভাবে
এদিকে এর আগেও অপরাজিতা আঢ্যের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল৷ প্রকাশ্যে রাস্তাতেই শুরু করলেন 'রমতা যোগী'র সঙ্গে নাচ! সেই নাচের ভিডিও পোস্ট-ও করলেন সোশ্যাল মিডিয়ায়! কড়া ডায়েটিং আর ওয়ার্ক আউটে অনেকটাই ওজন কমিয়ে ফেলেছেন অপরাজিতা! তিনি এখন 'স্লিম অ্যান্ড ট্রিম', কাজেই শাড়ি অথবা কুর্তা-সালোয়ার নয়, অপরাজিতাকে দেখা গেল কালো টাইট জিন্স, হাই-নেক সোয়েটার আর সিমারিং শ্রাগে
১৫ ডিসেম্বর অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) পাড়ি দিয়েছিলেন উটিতে৷ চুটিয়ে ছুটি উপভোগ করার পাশাপাশি নিত্যনতুন আপডেটও দিতেন সোশ্যাল মিডিয়ায়, সেখানেই দেখা গিয়েছিল অপরাজিতার ভাইরাল ভিডিওতে (Viral Video) নাচ --
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aparajita Adhya, Tollywood, Viral Video