#মুম্বই: সব রকমের মানুষকে নিয়েই তো সমাজ। তবুও আজ এই ২০২০ সালে দাঁড়িয়েও আমরা তৃত্বীয় লিঙ্গ শব্দটা শুনলে একটু এদিক ওদিক তাকিয়ে ফেলি। সমাজে ধীরে ধীরে তৃত্বীয় লিঙ্গের মানুষরাও প্রাধান্য পাচ্ছেন। একটা সময় ভোট দেওয়ারও অধিকার ছিল না এই শ্রেণির মানুষদের। কিন্তু আজ অনেক কিছুই বদলেছে। সমাজে কিন্নররাও তাঁদের পেশা বদলেছে। আজ অনেকেই মাথা উঁচু করে বাঁচছে। নিজের জীবন কিভাবে উপভোগ করবে সে অধিকার আছে তাঁদের। কিন্তু অধিকার যতই থাকুক না কেন সমাজের গভীরে খোঁজ নিলে দেখা যাবে আজও অবহেলাই সহ্য করতে হয় তাঁদের।
ধরে নেওয়া হয় তাঁরা ব্রাত্য। কিন্তু তাঁরাও যে মানুষ, তাঁদেরও কষ্ট হয় তা আমরা অনেকেই ভুলে যাই। তবে অবশ্যই সবাই সমান নয়। মানতেই হবে মানসিকতা আগের থেকে অনেক বদলেছে। আর তাই সমাজে তাঁদের কদরও বাড়ছে। এসব কথা বলার কারণ একটাই, সম্প্রতি মুম্বইয়ের এক কিন্নর জয় করে নিয়েছেন মানুষের মন। এক ডাকে তাঁকে এখন সবাই চেনে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মুম্বই লোকালে বাড়ি ফেরার পথে মিষ্টি করে নাচতে থাকেন রেখা। হ্যাঁ তাঁর নাম রেখা। এই নামেই সকলে তাঁকে চেনে। তাঁর অবশ্য আরও একটি নাম আছে, পূজা। এই রেখা একটি সুন্দর অফ হোয়াইট শাড়ি পড়ে লোকাল ট্রেনে নাচছেন, " তুম মিলে দিল খিলে' ও 'মেরে স্বপ্নকে খিড়কি মে আকে' গানে দারুণ নাচছেন তিনি। তাঁর এই নাচের মধ্যে রয়েছে এক পাক্কা নৃত্যশিল্পীর ছোঁয়া। অথচ কখনও নাচ শেখেননি তিনি। এই ভিডিও ও রেখার মিষ্টতায় মাতাল হয়েছে নেটিজেনরা। বহু মানুষ দেখেছেন এই ভিডিও। এর পরই রেখার একটি সাক্ষাৎকার নেওয়া হয় , সেটিও রয়েছে ইউটিউবে।