#মুম্বই: করিনা কাপুর খান (kareena kapoor khan) কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় সন্তানের মা হবেন। তাঁর প্রথম সন্তান তৈমুর আলি খান। সইফ আলি খান ও করিনা মিলে তৈমুরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলছেন দু'জনে মিলে। করোনা ভাইরাস আসার পর গোটা দেশে লকডাউন জারি করা হয়েছিল। সেলেব থেকে সাধারণ মানুষ সকলেই এই সময় গৃহবন্দি হয়ে থেকেছেন। এই লকডাউনের সময় দ্বিতীয় সন্তান পেটে এসেছে করিনার। লকডাউনেই গর্ভবতী হয়েছিলেন অনুষ্কা শর্মা। ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। নাম রেখেছেন ভামিকা। এরপর খবর ছিল মার্চে মা হবেন করিনা। কিন্তু তার আগেই ডাক্তাররা ডেলিভারির ডেট বদলে দিলেন। আগামী ১৫ ফেব্রুয়ারিই মা হবেন তিনি।
View this post on Instagram
এ কথা জানিয়েছেন করিনার বাবা রণধীর কাপুর। কয়েক দিন আগেই করিনার কাকা রাজীব কাপুর প্রয়াত হয়েছেন। সে সময়েই আবেগপ্রবণ হয়ে এ কথা বলেন রণধীর। কাকার মৃত্যু খবর পেয়েই সাদা পোশাকে ছুটে এসেছিলেন করিনা। তার কয়েক মাস আগেই তিনি হারিয়েছেন প্রিয় কাকা ঋষি কাপুরকে। একের পর এক খারাপ খবর যেন কিছুতেই পিঁছু ছাড়ছে না তাঁদের। তবে এর মধ্যেও করিনার মা হওয়ার খবরে সামান্য হলেও আনন্দ এনেছে পরিবারে।
করিনাকে গর্ভবতী অবস্থাতেই দেখা গিয়েছে কাজ করতে। অ্যাডের শ্যুট, ফটোশ্যুট এমনকি বাড়ির ছোট খাট কাজ সব কিছুই তিনি নিজে সামলেছেন। বন্ধুদের সঙ্গে মদের পার্টিতেও দেখা গিয়েছে তাঁকে। শরীরকে সতেজ রাখতেই কাজকর্ম হাঁটা চলা করছেন তিনি। তবে ১৫ তারিখ মা হবেন আর ১৩ তারিখেও তিনি কাজে বেরিয়েছেন, তা সত্যিই অবাক করা বিষয়। আজ মুম্বইতে করিনাকে দেখা গেল একটি অ্যাডের জন্য শ্যুট করছেন। আর তার জন্য তিনি তাঁর টিম নিয়ে কাজে বেরিয়েছেন। হেঁটে এসে গাড়িতে উঠছেন তিনি। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়অর হতেই ভাইরাল হয়। অনেকে করিনার এই প্রাণবন্ত বিষয়কে বাহবা দিয়ে প্রশংসা করেছেন। তবে অনেকেই বলেছেন, " আর তো মাত্র দু'দিন বাকি এই সময়টা কাজ না করলেই পারতেন।" তবে নবাব-স্ত্রী জানেন কোনটা করা ঠিক আর কোনটা নয়। সব নিয়ম মেনেই এগোচ্ছেন তিনি।