#মুম্বই: হিনা খান (Hina Khan)। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সেই সঙ্গে মডেল। হিনা সব সময় তাঁর ফ্যাশনের জন্য চর্চায় থাকেন। সাহসী পোশাকে তাঁকে নানা সময় ফটোশ্যুট করতে দেখা যায়। ছোট পর্দা থেকেই অভিনয়ের শুরু। কিছুদিন আগে একতা কাপুরের 'কসৌটি জিন্দেগি কি' ধারাবাহিকে কমলিকার চরিত্রে ঝড় তুলেছেন হিনা খান। কমলিকার স্টাইল নিয়ে চর্চা শুরু হয়েছিল বলি মহলে। হিনা খান বিগবস বিজেতাও। তাঁর মিষ্টি স্বভাব ও বুদ্ধি দিয়ে জিতেছিলেন বিগবসের খেতাব।
View this post on Instagram
এ হেন হিনা খানের একটি ভিডিও সম্প্রতি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হিনা ইনস্টাগ্রামে খুব অ্যাক্টিভ। জীবনের সব খুটিনাটি বিষয় তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই সোশ্যাল মিডিয়ায়। আর সেই কারণেই কিছু না করেও সারা বছর চর্চাতে থাকেন তিনি।
হিনা একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাতে। সেখানে দেখা যাচ্ছে শটস আর হোয়াইট শার্ট পরে আছেন তিনি। হঠাৎ করেই আলো আধারিতে ঘিরে যায় ভিডিও। দেখা যায় হিনার পোশাক বদলে গেল। অর্ন্তবাস আর শটসে দেখা গেল তাঁকে। এই পোশাকেই ক্যামেরার সামনে নাচতে শুরু করলেন তিনি। এই ভিডিও দেখার পর হিনার ফ্যানেরা কমেন্ট করেছেন, 'আপনি কি ভুলে গিয়েচিলেন ক্যামেরা চলছে?" অনেকেই প্রশংসা করেছেন হিনার। তবে এই ভিডিও যে একেবারেই ভুল করে নয় তা স্পষ্ট। হিনা যদিও ফ্যানেদের কোনও জবাব দেননি। আপাতত এই ভিডিও নিয়ে চর্চা শুরু হয়েছে নেট পাড়ায়।