হোম /খবর /বিনোদন /
Viral Video: নিজের বিয়েতে ‘ডিজে’-র ভূমিকায় পাত্রী ! নাচে-গানে মাতালেন সবাইকে

Viral Video: নিজের বিয়েতে ‘ডিজে’-র ভূমিকায় পাত্রী ! নাচে-গানে মাতালেন সবাইকে, দেখুন ভাইরাল ভিডিও

Photo Credit: Twitter

Photo Credit: Twitter

Bride-to-be takes control of the DJ during her wedding: ইনস্টাগ্রামে 'Dulhaniyaa' নামের একটি পেজে আপলোড হওয়া একটি ভিডিও সম্প্রতি ব্যাপকভাবে ভাইরাল (Viral Video) হয়েছে ৷ যেখানে হবু বউ-কেই দেখা গিয়েছে ডিজে-র ভূমিকায় ৷

  • Last Updated :
  • Share this:

মুম্বই: করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতেও আত্মীয়-স্বজনের সমাগম হওয়া শুরু হয়েছে ৷ সোশ্যাল মিডিয়াও ছেয়ে গিয়েছে বিয়ের ভিডিওতে ৷ ইনস্টাগ্রামে 'Dulhaniyaa' নামের একটি পেজে আপলোড হওয়া একটি ভিডিও সম্প্রতি ব্যাপকভাবে ভাইরাল (Viral Video)  হয়েছে ৷ যেখানে হবু বউ-কেই দেখা গিয়েছে ডিজে-র ভূমিকায় ৷ তাঁর বাজানো গানেই জমজমাট বিয়ের অনুষ্ঠান ৷ নাচে-গানে মেতেছেন আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব প্রত্যেকেই ৷

লাল রঙের লেহেঙ্গা পরে বউ যে সুপারহিট পাঞ্জাবি গানের এমন দুর্দান্ত ‘মিক্স’ করবেন, তা কেউ ভাবতেই পারেননি ৷ কিন্তু নিজের বিয়ে তো কী হয়েছে, আনন্দ করতে ক্ষতি কোথায় ৷ আর নতুন বউকে যে সবসময়ে চুপচাপ শান্ত-শিষ্টভাবে সেজেগুজে বসে থাকতে হবে, সেরকম নিয়ম তো আর কোথাও লেখা নেই ৷ তাই নিজের বিয়ে হোক, ভাই-বোন কিংবা বন্ধুর, এনজয় করতে চাইলে আপনার যা মন চায়, তাই করতে পারেন ৷

আরও দেখুন- Viral Video: অবিশ্বাস্য ! দু-দুটি টানেলের মধ্যে দিয়ে বিমান উড়িয়ে নিয়ে গেলেন পাইলট, দেখুন ভাইরাল ভিডিও

এখানে যেমন পাত্রীকে দেখা গেল ডিজেকে সরিয়ে নিজেই তার আসন নিয়েছেন ৷ এবং হবু বউয়ের বাজানো গানেই সবাই আনন্দে হাততালি দিচ্ছেন, নাচ, গান সবই করছেন ৷ হিন্দিতে বললে, ‘পুরা মাহোলই বদল দিয়া ইয়ে দুলহন...’ ৷ ডিজে পাত্রীকে দেখে খুশি পাত্রও ৷ পরে তিনিও যোগ দেন নাচে ৷

এদিকে আরও একটি বিয়ের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যা দেখলে মনে হবে কোনও সিনেমার দৃশ্য ৷ বিয়েতে জামাইদের থেকে টাকা চাওয়ার রীতি রয়েছে ৷ এবং সেটা করে থাকেন শ্যালিকা বা ননদরা ৷ জামাইবাবু যখন মেয়েকে বিয়ে করে নিয়ে আসেন তখন মোটা অঙ্কের টাকা দাবি করেন শ্যালিকারা ৷ একই সঙ্গে নতুন বউ শ্বশুরবাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে দরজা আটকে টাকা চান ননদরাও ৷ এবার এভাবেই এক বিয়ে বাড়িতে জামাইবাবুর থেকে টাকা চাইছেন শ্যালিকা ৷

প্রধানত জামাইবাবুর জুতো চুরি করা হয় এবং সেই জুতো আদায়ের জন্য টাকা দিতে এক প্রকার বাধ্য হন নতুন জামাই৷ এসব নিয়ে মজা ৷ বলিউডের জনপ্রিয় হাম আপকে হ্যায় কৌন ছবিতে দেখা গিয়েছিল নিশার চরিত্রে মাধুরী দিক্ষিতকে৷ এমনই এক ভূমিকায় ছিলেন তিনি৷ সেখানে তাঁর জামাইবাবুর জুতো চুরি করে তার থেকে টাকা চাইছিলেন তিনি৷ আর তার পরিপ্রেক্ষিতে হিট গান ছিল জুতে দো পয়সে লো ৷ অর্থাৎ টাকা দিলে তবেই মিলবে জুতো!

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Viral Video