• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • Alia Bhatt's Look-alike: অবিকল এক দেখতে ! আলিয়া ভাটের ‘লুক-অ্যালাইক’-কে নিয়ে মেতেছেন নেটিজেনরা

Alia Bhatt's Look-alike: অবিকল এক দেখতে ! আলিয়া ভাটের ‘লুক-অ্যালাইক’-কে নিয়ে মেতেছেন নেটিজেনরা

Photo: Instagram

Photo: Instagram

Alia Bhatt's Look-alike Celesty Bairagey: হুবুহু এক দেখতে ! হঠাৎ করে দেখলে বোঝাই মুশকিল, যে এই মেয়েটি আসলে আলিয়া নন ৷ তিনি অসমের মেয়ে ৷ প্রোফাইলের নাম সেলেস্টি বৈরাগী (Celesti Bairagey) ৷

 • Share this:

  মুম্বই: সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে এখন কত কিছুই না ঘটে থাকে ৷ ভিডিও, ছবি বা লেখা ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না ৷ সম্প্রতি এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই কিয়ারা আডবাণীর ‘লুক-অ্যালাইক’-কে খুঁজে পাওয়া গিয়েছিল ৷ এবার পাওয়া গেল আলিয়া ভাটের (Alia Bhatt) ‘ডামি’-কেও !

  হুবুহু এক দেখতে ! হঠাৎ করে দেখলে বোঝাই মুশকিল, যে এই মেয়েটি আসলে আলিয়া নন ৷ তিনি অসমের মেয়ে ৷ প্রোফাইলের নাম সেলেস্টি বৈরাগী (Celesti Bairagey) ৷ ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত এই মেয়ের প্রচুর ভিডিও ভাইরাল হয় ৷ ফলোয়ার্স সংখ্যাও অনেক ৷ তাঁর একেকটি ভিডিও ভাইরাল হতেই আলিয়ার লুক-অ্যালাইককে আর খুঁজে পেতে কারোর অসুবিধা হয়নি ৷

  কিয়ারার ‘লুক-অ্যালাইক’-কে নিয়ে কিছুদিন আগে মেতেছিলেন নেটিজেনরা ৷ ইন্সটা রিল তো এখন অনেকেই বানিয়ে থাকেন ৷ সিনেমার সুপারহিট ডায়লগগুলির সঙ্গে ‘লিপ’ দিতে ভালোই পারেন তাঁরা ৷ সেইসঙ্গে কাউকে যদি হুবুহু কোনও অভিনেতা বা অভিনেত্রীর মতো দেখতে হয়, তাহলে তো কথাই নেই ৷ ছবি বা ভিডিও ভাইরাল হতেও খুব বেশি সময় লাগে না ৷ জানা যায়, কিয়ারার স্টাইল নকল করা এই মেয়েটির নাম ঐশ্বর্য সিং ৷ তাঁকে একঝলক দেখলে বোঝাই মুশকিল যে তিনি ঐশ্বর্য না কিয়ারা ! কিয়ারা আডবাণীর মতো করে সেজে ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি দিয়েছিলেন ঐশ্বর্য ৷ যেগুলি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় ৷

  এবার পাওয়া গেল আলিয়ার লুক-অ্যালাইককে ৷ নেটিজেনদের মতে এই মেয়ের হাসিও পুরোপুরি আলিয়ার মতো ৷ অসমের মেয়েকে নিয়েই তাই মেতেছেন নেটিজেনরা ৷

  Published by:Siddhartha Sarkar
  First published: