TikTok ভিডিও বানাতে গিয়ে পাগল হলেন মহিলা ! ইনি স্যান্ডি সাহার বোন নয়তো !

tiktok-এ মজার ভিডিও বানাতে গিয়ে সোশাল মিডিয়ায় পাগল বলে চিহ্নিত হলেন।

Bangla Editor | News18 Bangla
Updated:Sep 18, 2019 07:57 PM IST
TikTok ভিডিও বানাতে গিয়ে পাগল হলেন মহিলা ! ইনি স্যান্ডি সাহার বোন নয়তো !
photo source facebook
Bangla Editor | News18 Bangla
Updated:Sep 18, 2019 07:57 PM IST

#কলকাতা: পুজো আসছে মানুষের কেনাকাটা, গোছগাছ, নতুন প্ল্যানিং সব শুরু হয়ে গিয়েছে। পুজোয় কেউ যাবেন বেড়াতে। কেউ আবার পুজো কাটাবেন কলকাতাতেই। তবে এই পুজোর সময়টা বিভিন্ন চ্যানেল ও খবরের কাগজগুলি পুজোর নন্দিনীদের খোঁজে থাকে। সুন্দর মুখের মেয়েরা জিতে নেন এই খেতাব। কিন্তু সমস্যা হল কেউ যদি এই প্রতিযোগিতায় অংশ না নিয়েই নন্দিনী হতে চান তবে?

তাহলে আর চিন্তা কি tiktok তো আছেই। ভিডিও বানিয়ে নন্দিনী হয়ে যাও। যেমন যা খুশি ভিডিও বানিয়ে বিখ্যাত হয়েছেন স্যান্ডি সাহা। তারপর থেকে মানুষের মনে যা খুশি ভিডিও বানিয়ে ফেমাস হওয়ার একটা নেশা চেপে গিয়েছে। যেমন এই মেয়ে। তিনি tiktok-এ মজার ভিডিও বানাতে গিয়ে সোশাল মিডিয়ায় পাগল বলে চিহ্নিত হলেন। ছোট পার্শ্বে বা বাটা মাছ জাতীয় অনেকগুলি কাঁচা মাছ দিয়ে বানালেন গলার মালা। বানালেন কানের দুল। আর মাথায় পড়লেন কাচা মাছের টিকলি। তারপর tiktok -এ গানের সঙ্গে গলা মিলিয়ে করলেন অভিনয়। মজার ভিডিও বানিয়ে ফেমাস হতে চেয়েছিলেন মহিলা। কিন্তু হিতে বিপরীত হল। তাঁকে সকলে স্যান্ডি সাহার বোন এবং পাগল বলেই তাঁর এই ভিডিওটি ভাইরাল করেছে সোশাল মিডিয়ায়। ৩.৬ মিলিয়ন ভিউ হয়েছে এই ভিডিও।

First published: 07:54:27 PM Sep 18, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर