#নয়া দিল্লি: রানাঘাট স্টেশনে গান গাইতেন রাণু মণ্ডল। সেখান থেকে সোজা চলে গেলেন মুম্বই। মুম্বইতে গিয়ে তিনি এখন সবচেয়ে ফেমাস স্টার। হিমেশের ছবিতে গান গেয়ে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। সোশাল মিডিয়ার জন্যই এমন এক প্রতিভা সকলের সামনে এল। রাণুও তাঁর প্রতিভার সঠিক সম্মান পেলেন। হ্যাঁ জীবনের অনেকটা সময় কষ্ট করেই কাটিয়েছেন তিনি। কিন্তু বলে না উপর বালা যাভবি দেতা, দেতা হ্যায় ছপ্পড় ফার কে। একদম রাণুর জন্যই যেন এ কথা।
ঠিক তেমনই সোশাল মিডিয়ায় ভাইরাল হলেন এই ছোট্ট মেয়ে। তিনি লোক সঙ্গীতই গান। তাঁর গানের গলা যেকোনও বড় শিল্পীর থেকে কোনও অংশে কম নয়। দেখে নিন এই ছোট্ট মেয়ের অসাধারণ গান।