• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • Subhashree Ganguly: 'ইন আঁখো কি মস্তি' গানে নাচের ঝলক শুভশ্রীর ! আনন্দে নাচছে ইউভান ! ভাইরাল ভিডিও

Subhashree Ganguly: 'ইন আঁখো কি মস্তি' গানে নাচের ঝলক শুভশ্রীর ! আনন্দে নাচছে ইউভান ! ভাইরাল ভিডিও

Subhashree Ganguly

Subhashree Ganguly

Viral Video: 'ইন আঁখো কি মস্তি কা মস্তানে হাজারো হ্যায়' রেখা অভিনীত 'উমরাওজান' ছবির এই গান কার না জানা ! রেখার অভিনয় ভোলার নয়। সেই গানেই ধরা দিলেন শুভশ্রী।

 • Share this:

  #কলকাতা: শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। সদ্যই অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার অনুষ্ঠান। আর সেখানে পোশাক থেকে স্টাইল সব কিছুতেই চমক এনেছেন সদ্য সন্তানের মা হওয়া শুভশ্রী। 'পরিণীতা' ছবির জন্য এবছর ফিল্মফেয়ার পেয়েছেন তিনি। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে নজর কেড়েছিলেন শুভশ্রী ও ঋত্বিক চক্রবর্তী। অসাধারণ অভিনয় ও ছবির গল্প জয় করেছিল মানুষের মন। এদিন এই অনুষ্ঠানে কালো পোশাকে নজর কাড়েন অভিনেত্রী।

  পুরস্কার জিতে বাড়ি এসেই ছোট্ট ইউভানের হাতে ধরিয়ে দেন। যা হাতে পেয়ে খুদে ইউভানের আনন্দ আর কে দেখে ! মা পুরস্কার পেয়েছে বলে কথা ! আনন্দ তো হবেই। সেই ভিডিও ইনস্টাতে পোস্ট করে গোটা টিম সহ রাজ চক্রবতীকে স্পেশাল ধন্যবাদ জানান। কয়েকদিন আগেই স্বামী রাজের সঙ্গে তিনি হেঁটেছেন ভোটের প্রচারে। ব্যারাকপুর থেকে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। ভোটের প্রচারেও স্বামীর পাশে থেকেছেন নায়িকা। সব সময় স্বামী ও সন্তানকে নিয়ে আনন্দে থাকেন তিনি।

  তবে শুভশ্রী কিছু ইনস্টাতে পোস্ট করা মানেই তা ভাইরাল হবে। সম্প্রতি একটি দারুণ ভিডিও পোস্ট করেছেন তিনি। 'ইন আঁখো কি মস্তি কা মস্তানে হাজারো হ্যায়' রেখা অভিনীত 'উমরাওজান' ছবির এই গান কার না জানা ! রেখার অভিনয় ভোলার নয়। এবার কালো পোশাকে এই গানেই সামান্য নাচতে দেখা গেল শুভশ্রীকে। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়। কারণ ইউভানের জন্মের পর সেভাবে কিছুই করছিলেন না তিনি। এটুকুতেই যেন শান্তি ভক্তদের। সকলেই অভিনেত্রীকে ফের পর্দায় দেখতে চেয়েছেন। ইউভান একটু বড় হলেই, মেদ ঝরিয়ে আবার স্বমহিমায় পর্দায় ফিরবেন শুভশ্রী।

  Published by:Piya Banerjee
  First published: