#কলকাতা: রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee) টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। শুধু টলিউড নয় তিনি অমিতাভ বচ্চনের নায়িকাও। 'সূর্যবংশম' ছবিতে বিগবির সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এই চরিত্রের জন্য মানুষ আজও তাঁকে মনে করেন। সেভাবে সিনেমায় আর তাঁকে কাজ করতে দেখা যায় না। তবে বিখ্যাত টেলিভিশন শো 'দিদি নম্বর ওয়ান'-এর জন্য তিনি সকলের মনে বাস করেন। শুধু তাঁকে একবার চোখের দেখা দেখার জন্যই বহু মানুষ যান এই শোতে।
View this post on Instagram
রচনা বেড়াতে যেতে খুব ভালোবাসেন। এছাড়া মানুষের বিপদেও তিনি কিন্তু সবার আগে এসে দাঁড়ান। টলিউডের কারও বিপদ শুনলে দিদিকে পাশে পাওয়া যাবেই। টলিউডের প্রসেনজিৎ থেকে শুরু করে বহু জনপ্রিয় নায়কের সঙ্গে তিনি কাজ করেছেন। তবে তাঁর ও প্রসেনজিতের জুটিই সব থেকে বেশি হিট হয়েছিল।
View this post on Instagram
সম্প্রতি তিনি গিয়েছেন শান্তিনিকেতনে বেড়াতে। সেখান থেকে 'গজব কা হা দিন' গানে একটি নাচের একটি মিষ্টি ভিডিও তিনি শেয়ার করেছেন নিজের ইনস্টা হ্যান্ডেলে। যা মুহূর্তে ভাইরাল। এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রচনা মাঝে মধ্যেই নাচের ভিডিও শেয়ার করেন। ছেলের সঙ্গে ছবি শেয়ার করেন। বেড়াতে যাওয়ার নানা মুহূর্তের ছবিও দেখা যায়। এই মাধ্যমেই রচনা তাঁর ভক্তদের সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নেন। শান্তিনিকেতনের ভিডিওটির কয়েক দিন আগেই , 'আগার তুম মিল যাও' গানে একটি ভিডিও শেয়ার করেছিলেন রচনা। যা তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আসলে কারও জন্যই তিনি পৃথিবী ছাড়তে চান না। তিনি তো গানে ও নাচে মন ভরিয়ে তুলেছেন সকলের। তাঁর সকল ভক্তরা এই ভিডিও দেখে শুভেচ্ছা জানিয়েছেন নায়িকাকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video