corona virus btn
corona virus btn
Loading

গায়ের ওপর চড়াও হয়ে হাঁচি দিলেন প্রতিবেশী ! ভিডিওতে প্রতিবাদ অভিনেতা বীর দাসের

গায়ের ওপর চড়াও হয়ে হাঁচি দিলেন প্রতিবেশী ! ভিডিওতে প্রতিবাদ অভিনেতা বীর দাসের

দেখুন দেখি কী কাণ্ড ! সোশ্যাল ডিসটেন্সিং ভাঙার অভিযোগ করে জনপ্রিয় অভিনেতা ও স্ট্যান্ড আপ কমেডিয়ান বীর দাসের গায়ের ওপর চড়াও হয়ে হাঁচি দিলেন অভিনেতার এক প্রতিবেশী

  • Share this:

#মুম্বই: দেখুন দেখি কী কাণ্ড ! সোশ্যাল ডিসটেন্সিং ভাঙার অভিযোগ করে জনপ্রিয় অভিনেতা ও স্ট্যান্ড আপ কমেডিয়ান বীর দাসের গায়ের ওপর চড়াও হয়ে হাঁচি দিলেন অভিনেতার এক প্রতিবেশী ! প্রতিবেশীর অভিযোগ, অভিনেতা বীর দাস নাকি সামাজিক দুরত্ব বজায় না রেখে বন্ধুর সঙ্গে দেখা করেছেন !

তবে অভিনেতা এই অভিযোগকে একেবারেই ভ্রান্ত বলে জানিয়েছেন ৷ এমনকী, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করে গোটা ঘটনা সবার কাছে তুলে ধরেছেন বীর দাস ৷

ভিডিও আপলোড করে অভিনেতা বীর দাস লিখলেন, ‘অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল আমার সঙ্গে ৷ রবিবার আমার ফ্ল্যাটের নিচে আমার এক বন্ধুকে খাবার বানিয়ে দিতে গিয়েছিলাম ৷ প্রয়োজনীও দুরত্ব বজায় রেখেছিলাম ৷ তবে হঠাৎই ফ্ল্যাটের আরেকজন ভদ্রলোক এসে আমার ওপর চিৎকার করতে থাকে৷ বলে আমি নাকি সামাজিক দুরত্ব মানছি না ৷ শুধু চিৎকার নয়, গালিগালাজ করেন ৷ তারপর হঠাৎ মুখের থেকে মাস্ক সরিয়ে আমার গায়ের ওপর হাঁচি দেন !’

দেখুন বীর দাসের আপলোড করা সেই ভিডিও----

Published by: Akash Misra
First published: May 25, 2020, 1:06 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर