#মুম্বই: রিয়্যালিটি টিভি শোয়ের জনপ্রিয় অভিনেতা বিকাশ গুপ্তা প্রকাশ্যেই মুখ খুলে বসলেন নিজের সেক্সুয়াল ওরিয়েন্টেশান নিয়ে ৷ সোশ্যাল মিডিয়ায় বিকাশ জানালেন, তিনি উভকামী !
এদেশে বরাবরই সেক্সুয়াল ওরিয়েন্টশনের ব্যাপারটি নিয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে আটকায় ৷ বলা ভাল যৌনতা, সমকাম, উভকাম বরাবরই এদেশে একটা ট্যাবু৷ আর তাই এদেশে সমকামী ও উভকামী মানুষদের প্রথম থেকেই কোণঠাসা করার চেষ্টা ৷ তবে দুনিয়া এখন পাল্টেছে ৷ সংবিধান বদলেছে ৷ ধীরে ধীরে কিছুটা হলেও এদেশে এলজিবিটিকিউ- সম্প্রদায়ের মানুষেরা এগিয়ে আসছেন, নিজের কথা বলতে আর ভয় পাচ্ছেন না ৷
ঠিক এ পথ-ই ধরলেন, অভিনেতা বিকাশ গুপ্তা ! ট্যুইটারে নিজেই জানিয়ে দিলেন, তিনি বাইসেক্সুয়াল !
বিকাশ জানালেন, ‘আমি আজকে আপনাদের কাছে আমার সম্পর্কে কয়েকটি জিনিস ভাগ করে নিতে চাইছি ৷ আমি মানুষকে ভালবাসি তাঁর জেন্ডারের ওপরে গিয়ে ৷ আমি বাইসেক্সুয়াল ৷ আর আমাকে এটা সবার কাছে বলতে মানসিক দিক থেকে সাহায্য করেছে প্রিয়াঙ্ক শর্মা ও পার্থ ! তাঁদের প্রতি কৃতজ্ঞ !’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Vikas Gupta