হোম /খবর /বিনোদন /
স্কুল থেকে পালিয়ে কোথায় যেতেন 'IB 71'-এর এই অভিনেতা? জানলে চমকে যাবেন

Bollywood: স্কুল থেকে পালিয়ে কোথায় যেতেন 'IB 71'-এর এই অভিনেতা? জানলে চমকে যাবেন

'আইবি ৭১'-এ একজন সিনিয়র আইবি অফিসারের ভূমিকায় দেখা যাবে এই অভিনেতাকে।

  • Local18
  • Last Updated :
  • Share this:

মুজাফফরপুর: বিহারের সাংস্কৃতিক রাজধানী হিসাবে বিখ্যাত মুজাফফরপুর । সুদূর বলিউডেও এই শহরের অনেক অবদান রয়েছে।  বছরের পর বছর ধরে মায়ানগরী মুম্বইতে নিজেদের দক্ষতা প্রমাণ করে চলেছেন এই শহরের ছেলে-মেয়েরা।

অভিনেতা অঞ্জনি খান্না মুজাফফরপুরের বাসিন্দা। সম্প্রতি বিদ্যুৎ জামওয়ালের নতুন ছবি ‘আইবি ৭১’-এ একজন সিনিয়র আইবি অফিসারের ভূমিকায় দেখা যাবে অঞ্জনিকে। ১২ মে সারা দেশে মুক্তি পেতে চলেছে এই ছবি।

আরও পড়ুন: বাচ্চার বাবার দেখা নেই! ঘুম উড়েছে ইলিয়ানার, কম্বল ঢাকা ছবিতে জোর গুঞ্জন

মুম্বইতে এসে চলচ্চিত্রে কাজ করার পরেও, সবসময় তাঁর মুজাফফরপুরের কথা মনে পড়ে বলে জানান অঞ্জনি। মুজাফফরপুরের সিকান্দারপুর মহল্লার অঞ্জনি শৈশবে মুজাফফরপুর থেকে শিক্ষা গ্রহণ করেন। পরে অভিনয়ের জন্য মুম্বাই চলে যান।

এর আগে ‘গব্বর ইজ ব্যাক’, ‘বাটলা হাউস’, ‘উংলি’, ‘সত্যাগ্রহ’ এবং ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’-এর মতো বিগ বাজেটের ছবিতে অভিনয় করেতে দেখা গিয়েছে অঞ্জনিকে।

অঞ্জনি জানান, “যে মুজাফফরপুরে জন্মগ্রহণ ও বেড়ে ওঠার কারণে তাঁর অনেক স্মৃতি এই শহরের সঙ্গে জড়িত। এখানে এসে পুরানো স্মৃতি তাজা হয়ে যায়। ছেলেবেলা থেকেই আমি পড়াশোনায় খুব দুর্বল ছিলাম। স্কুল থেকে পালিয়ে মোষের পিঠে চড়ে বুধী নদীতে স্নান করতাম।”

‘আইবি ৭১’-এর ছাড়াও বেশ কিছু ছবিতে অভনিয় করতে দেখা যাবে এই অভিনেতাকে।

Published by:Anulekha Kar
First published:

Tags: Entertainment