• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • মা হতে চলেছেন বিদ্যা বালন? ভিডিও ঘিরে শোরগোল

মা হতে চলেছেন বিদ্যা বালন? ভিডিও ঘিরে শোরগোল

Photo: Instagram

Photo: Instagram

গুঞ্জন তুঙ্গে ৷ গোটা বলিউডে এখন একটাই শোরগোল৷ সবার মুখে মুখে একটাই কথা ৷ বিদ্যা বালন কি মা হতে চলেছেন?

 • Share this:

  #মুম্বই: গুঞ্জন তুঙ্গে ৷ গোটা বলিউডে এখন একটাই শোরগোল৷ সবার মুখে মুখে একটাই কথা ৷ বিদ্যা বালন কি মা হতে চলেছেন?

  আসলে গুঞ্জনটা শুরু হয় একটি ভিডিওকে কেন্দ্র করেই ৷ যেখানে সালোয়ার-কামিজে দেখা গেল বিদ্যাকে ৷ ভিডিওতে হাজির ছিলেন বিদ্যার স্বামী সিদ্ধার্থ রায় কাপুরও ৷ ছিলেন অভিনেত্রী ভূমি পেডনাকরও ৷ আর সেই ভিডিওতেই বিদ্যাকে দেখে অনেকেই মনে করছেন, তিনি প্রেগন্যান্ট৷ অনেকেই বলছেন, বিদ্যার শরীরের পেটের অংশটা বেশ উঁচু ৷ আর সেই কারণেই নাকি ঢিলে-ঢালা পোশাক পরেছেন বিদ্যা ৷

  ভিডিওটি দ্রুত শেয়ার হয়েছে ফেসবুকে ও ইনস্টাগ্রামে ৷ জানা গিয়েছে, ইউটিভি-র ‘করওয়া’ ছবির প্রি-রিলিজ পার্টিতেই এভাবে হাজির হয়েছিলেন বিদ্যা বালন ৷

  First published: