#মুম্বই: বাংলা ছবি থেকে সিনে পর্দায় যাত্রা শুরু ৷ নিজেকে বাঙালি ভাবতে পছন্দ করেন বিদ্যা ৷ তাই তো সুযোগ পেলেই চলে আসেন কলকাতাতে ৷ সোজাসপাট জানান, আগের জন্মে হয়তো বাঙালিই ছিলাম ! বিদ্যা বালনের আজ জন্মদিন ৷ ৩৯ বছরে পা দিলেন এই অভিনেত্রী !
কেরিয়ারের প্রথম দিকটা মোটেই সহজ ছিল না বিদ্যার ক্ষেত্রে ৷ একের পর এক ফ্লপ ছবি ৷ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো বিদ্যাকে অপয়া নাম দিয়েছিলেন ৷ তবে সেই বিদ্যাই পরে দেখিয়ে দেয়, শুধু অভিনয় ক্ষমতা দিয়ে কীভাবে বক্স অফিসে একের পর এক ছবি সুপারহিট করানো যায় ৷
পরিণীতা হোক বা কহানি ৷ কিংবা দুর্দান্ত ডার্টি পিকচার ৷ অথবা ইশকিয়া ৷ হালফিলের তুমহারি সুলু, সবেতেই সুপারহিট বিদ্যা বালন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Vidya Balan