কলকাতা: দীর্ঘদিন তাকে রুপালি পর্দায় সেভাবে দেখা যায়নি। তিনি বিশিষ্ট অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কলকাতায় এলেন তার ছবি 'দিন বদলায়'-য়ের ডাবিং করতে। পরিচালক সুব্রত লাহিড়ীর এই ছবির শুটিং শেষ হয়েছিল প্রায় এক দশক আগে। তারপর নানা কারণে মুক্তির আলো দেখেনি ছবিটি। অবশেষে পরিচালক প্রযোজক উদ্যোগী হয়েছেন এ বছর ছবিটিকে রিলিজ করতে। তাই ২০১২ সালে শুটিং শেষ করা ছবির ডাবিং করতে কলকাতায় এলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়।
রফি আহমেদ কিদোয়াই রোডের চিত্রবাণী স্টুডিওতে ডাবিং সারলেন অভিনেতা। ৭৬ বছর বয়সেও কাজের প্রতি সেই একই একাগ্রতা ও নিষ্ঠা। গলায় স্ফটিকের মালা। সাদা ঢিলে ঢালা পোশাক। হাতে লাঠি । তিনি এখন আড়ালেই থাকেন। কোলাহল থেকে দূরে।টিকালো নাকের নিচে গম্ভীর হাসিতে অদ্ভুত দক্ষতায় এড়িয়ে যান সাংবাদিকদের প্রশ্ন।
আরও পড়ুন: কলকাতায় চলছে পথশিল্প উৎসব ' রং মশাল', শিল্পীদের উৎসাহ দিতে হাজির সেলিব্রেটিরা
একটি ছবির ডাবিং এর কাজে চিত্রবানী স্টুডিওতে এলেন অভিনেতা। ছবির নাম 'দিন বদলায়'। পরিচালক সুব্রত লাহিড়ি। মান্না দের একটি অপ্রকাশিত গান ব্যবহার করা হয়েছে ছবিটিতে । ভিক্টর বন্ধ্যোপাধ্যের লিপেই রয়েছে গানটি।অভিনেতা বলেন, " গানটি অসাধারণ....শুনবেন" ভিক্টরকে সিনেমায় রাজি করানোটাই একটা আস্ত সিনেমার মতো। অনেকেই ব্যর্থ হয়েছেন। কিন্তু একটানা হিমাচলে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বর্তমান ঠিকানায় পড়ে থেকে সেই অসম্ভব কাজ সম্ভব করেছেন ছবির প্রযোজক কৃষ্ণেন্দু ভুঁইয়া।
ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের এমন একজন অভিনেতা যিনি বাংলা হিন্দি এবং ইংরেজি তিনটি ভাষার ছবিতেই তার দক্ষ অভিনয়ের ছাপ রেখেছেন। হলিউডের পরিচালকদের পাশাপাশি কাজ করেছেন সত্যজিৎ রায় ও মৃণাল সেনের সঙ্গে। অভিনয় করেছেন এই প্রজন্মের কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অঞ্জন দত্তের পরিচালনাতেও। বহু অসমিয়া ছবিতেও সম্মানের সঙ্গে অভিনয় করেছেন তিনি। বর্তমানে তিনি ছবির কাজ কমিয়ে দিয়েছেন এবং হিমাচল প্রদেশে প্রকৃতির সঙ্গে নিজের সময় কাটান। তবে লাইট ক্যামেরা অ্যাকশন কে আজও মিস করেন। তাই হয়তো বারে বারে ছুটে আসেন। এত বছর পর আবার এলেন দিন' বদলায়' এর ডাবিং শেষ করতে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata