মুম্বই: সন্তান যেখানেই থাকুক না কেন, মা যেন থাকেন তাঁর সঙ্গে সঙ্গেই ! অন্তত, মা ও সন্তান সেরকমই অনুভব করেন এ ব্যাপারে ৷ সে কথাই যেন আবার মনে করিয়ে দিলেন বলিউডে অভিনেতা ভিকি কৌশল ৷ মাদার্সডে-তে মাকে শুভেচ্ছা জানালেন ভিডিও কলেই !
নতুন ছবির শ্যুটিংয়ে আপাতত বাড়িরে বাইরে আছেন ভিকি কৌশল ৷ তাই বলে কি, মাকে শুভেচ্ছা জানাবেন না সেটা হতে পারে ? আর সেটা করলেনও না ভিকি ৷ ভিডিও কলিংয়ে মাকে শুভেচ্ছা জানালেন ভিকি ৷
সেই ছবি ইনস্টাগ্রামেও পোস্ট করলেন ভিকি ৷ ছবি পোস্ট করে ভিকি লিখলেন, ‘দুরত্ব যই হোক, মায়ের হাসি পুরো দিনটা ভালো করে দিল !’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Mothers Day, Vicky Kaushal