#মুম্বই: এক মাস আগেই ক্যাটরিনা কাইফের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ভিকি কৌশল (Vicky Kaushal)। কিন্তু ক্যাটরিনা নয়। অভিনেত্রী সারা আলি খানের (Sara Ali Khan) সঙ্গে নর্মদা নদীর ধারে ঘুরে বেড়াচ্ছেন, একান্তে সময় কাটাচ্ছেন ভিকি। আর এই ছবি দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। নেটিজেনরা জল্পনা শুরু করলেও চিন্তার কোনও কারণ নেই। কারণ রিয়াল নয়। রিল লাইফের জন্যই নর্মদা নদীর ধারে এসেছেন এই দুই তারকা।
লুকা ছুপি ২- ছবিতে জুটি বাঁধছেন সারা আলি খান (Sara Ali Khan) ও ভিকি কৌশল (Vicky Kaushal)। সেই ছবির শ্যুটিং নিয়েই এখন ব্যস্ত দুই তারকা। মধ্যপ্রদেশে এই মুহূর্তে শ্যুটিং চলছে। মধ্যপ্রদেশের মাহেশ্বরে নর্মদা নদীর ধারে বসে ছবি তুলে রবিবার পোস্ট করলেন ভিকি ও সারা। ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সারা। দেখা যাচ্ছে, নৌকোয় বসে আছেন তিনি। পরনে ল্যাভেন্ডার রঙের শারারা ও স্যুট। অন্যদিকে ভিকিকে দেখা যাচ্ছে কালো প্যান্ট ও একটি ছাই রঙের হুডিতে।
View this post on Instagram
এর আগেও ভিকি ও সারার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওটিও ইন্দোরের। মধ্যপ্রদেশের ইন্দোরে শ্যুটিং করার সময়েই তাঁরা ক্যামেরাবন্দি হয়েছিলেন। ভিডিওয় দেখা যাচ্ছিল, ভিকির বাইকের পিছনে বসে ঘুরছেন সারা। ভিকিকে (Vicky Kaushal) জিন্স প্যান্টের সঙ্গে একটি সবুজ টিশার্ট ও মাফলার পরে থাকতে দেখা গিয়েছে। অন্যদিকে সারার পরনে হলুদ শাড়ি। লুক দেখে আন্দাজ করা যায়, মধ্যবিত্ত পরিবারের যুগলের চরিত্রে দেখা যাবে তাঁদের। ভিকি ও সারার আসন্ন এই ছবির পরিচালক লক্ষ্মণ ইউটেকার।
View this post on Instagram
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে সারা আলি খান (Sara Ali Khan) অভিনীত 'অতরঙ্গি রে'। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন অক্ষয় কুমার ও ধানুশ। ছবিটি ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। সারার অভিনয়ও বেশ প্রশংসা পাচ্ছে। অন্যদিকে ভিকি কৌশল সদ্য বিয়ে করে সংসার পেতেছেন ক্যাটরিনা কাইফের সঙ্গে। বিয়ের পরে হানিমুনও সেরে এছেন নবদম্পতি। রাজস্থানের রাজকীয় রিসর্টে বিয়ের আসর বসেছিল। কিন্তু ওমিক্রনের দাপটে বিয়েতে কেবল উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ আত্মীয়রা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sara Ali Khan, Vicky Kaushal