corona virus btn
corona virus btn
Loading

ব্রেকআপের পর কেমন আছেন ভিকি? জানালেন নিজের মুখেই...

ব্রেকআপের পর কেমন আছেন ভিকি? জানালেন নিজের মুখেই...
photo: Vicky Kaushal

এই বছরের শুরুতেই ভিকি নিজের ইনস্টাগ্রাম পোস্টে নিজেকে একদম সিঙ্গল বলে লিখে ব্রেকআপের কথা জানান৷

  • Share this:

#মুম্বই: সদ্য মুক্তি পেয়েছে ভিকি কৌশলের গানের ভিডিও 'পচতাওগে৷' ভিডিওতে ব্রেকআপের পর ভগ্নহৃদয় পুরুষের চরিত্রে দেখা যাচ্ছে তাকে৷ ভিডিও রিলিজ হতেই ভাইরাল৷ তবে এ তো শুধুই অভিনয়৷ সম্প্রতি ব্রেকআপের মধ্যে দিয়ে গিয়েছেন ভিকি নিজেও৷ তবে কি তিনি নিজেও এভাবেই কষ্ট পাচ্ছেন?

ভিকি কিন্তু জানালেন, নিজের জীবনে কখনই এরকম কিছু ঘটেনি তার৷ হরলিন শেঠির সঙ্গে সদ্য ব্রেকআপ হলেও সম্পর্কের সুখস্মৃতিই বয়ে বেড়াচ্ছেন তিনি৷ "তবে হ্যাঁ, আমরা সকলেই এমন কাউকে চিনি যে এরকম হার্টব্রেক সহ্য করেছে৷ সব সময় প্রতারণা নাও হতে পারে৷ কখনও থাকে অনুতাপ৷ কখনও বা এমন কিছু ঘটনা যা আমরা ভুলতে পারি না, দীর্ঘসময় হৃদয়ে বয়ে বেড়াই৷" এই বছরের শুরুতেই ভিকি নিজের ইনস্টাগ্রাম পোস্টে নিজেকে একদম সিঙ্গল বলে লিখে ব্রেকআপের কথা জানান৷

২৩ অগাস্ট মুক্তি পেয়েছে পচতাওগে৷ এর মধ্যেই ৩৪ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে ভিউ৷ ভিডিওতে ভিকির বিপরীতে রয়েছে নোরা ফতেহি৷

First published: August 28, 2019, 10:31 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर