• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • নাম বদল হোক সলমনের ছবির, তীব্র প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদের

নাম বদল হোক সলমনের ছবির, তীব্র প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদের

ফের সিনেমার নাম বদল নিয়ে শুরু হল প্রতিবাদ ৷ পদ্মাবত ছবির পর ফের সিনেমার নাম নিয়ে প্রতিবাদে ফেটে পড়ল বিশ্ব হিন্দু পরিষদ ৷ তবে এবার আর সঞ্জয়লীলা বনশালির ছবি নয় ৷

ফের সিনেমার নাম বদল নিয়ে শুরু হল প্রতিবাদ ৷ পদ্মাবত ছবির পর ফের সিনেমার নাম নিয়ে প্রতিবাদে ফেটে পড়ল বিশ্ব হিন্দু পরিষদ ৷ তবে এবার আর সঞ্জয়লীলা বনশালির ছবি নয় ৷

ফের সিনেমার নাম বদল নিয়ে শুরু হল প্রতিবাদ ৷ পদ্মাবত ছবির পর ফের সিনেমার নাম নিয়ে প্রতিবাদে ফেটে পড়ল বিশ্ব হিন্দু পরিষদ ৷ তবে এবার আর সঞ্জয়লীলা বনশালির ছবি নয় ৷

 • Share this:

  #মুম্বই: ফের সিনেমার নাম বদল নিয়ে শুরু হল প্রতিবাদ ৷ পদ্মাবত ছবির পর ফের সিনেমার নাম নিয়ে প্রতিবাদে ফেটে পড়ল বিশ্ব হিন্দু পরিষদ ৷ তবে এবার আর সঞ্জয়লীলা বনশালির ছবি নয় ৷ বরং সলমনের খানের ব্যানারে তৈরি ছবির দিকেই নজর পড়ল বিশ্ব হিন্দু পরিষদের ৷

  খবরে আগেই ছিল, সলমন তাঁর বোন অর্পিতার বর আয়ুশকে লঞ্চ করতে চলেছেন সলমন খান ৷ ‘লাভরাত্রি’ ছবির মধ্যে দিয়েই বলিউড পা রাখবেন সলমের ভগ্নিপতি ৷ আর সেই ছবির নাম নিয়েই বিক্ষোভ শুরু হয়েছে বিশ্ব হিন্দু পরিষদে ৷

  hh

  বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের অভিযোগ, লাভরাত্রি-র সঙ্গে নবরাত্রি নামের মিল রয়েছে ৷ নবরাত্রির মতো পবিত্র ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে নায়ক-নায়িকার প্রেম বিষয়টি মেনে নেওয়া যায় না ৷ এই ছবির নাম বদল না হলে, বিক্ষোভ চলবে !

  তবে এই বিষয়ে কোনও ধরণের মন্তব্য করেননি সলমন খানসহ ছবির গোটা টিম ৷ এই ছবিতে শুধু আয়ুশ নয়, বলিউডে পা রাখবেন নতুন নায়িকা ওয়ারিনা হুসেন ৷

  First published: