Home /News /entertainment /
Dharmendra Hospitalized: হাসপাতালে ভর্তি বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র

Dharmendra Hospitalized: হাসপাতালে ভর্তি বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র

veteran bollywood actor dharmendra hospitalised

veteran bollywood actor dharmendra hospitalised

ইটি টাইমসের রিপোর্ট অনুযায়ি তিনি আইসিইউতে ভর্তি হয়েছিলেন৷ দক্ষিণ মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র৷

 • Share this:

  #মুম্বই: বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি৷  ইটি টাইমসের রিপোর্ট অনুযায়ি তিনি আইসিইউতে ভর্তি হয়েছিলেন৷ দক্ষিণ মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র৷ চারদিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷  বর্তমানে অবশ্য তাঁর অবস্থা স্থিতিশীল৷ ধর্মেন্দ্র-র কাছের লোকেদের সূত্রে খবর হঠাৎ করেই বেশ কয়েকদিন আগেই শরীর খারাপ হয়৷ তারপরেই তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়৷

  সূত্রের খবর ধর্মেন্দ্রর লম্বা সময় ধরে হার্ট ব্লকের অসুবিধা রয়েছে৷ যা এখন খুবই বেড়ে গেছে৷ তাই সেই অসুস্থতার চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ বর্তমানে অবশ্য তাঁর অবস্থা আগের চেয়ে খানিকটা ভাল হয়েছে৷

  আরও পড়ুন - IPL 2022: একেবারে আকাশে লাফ, কেএল রাহুলের ক্যাচ স্পাইডারম্যানের কায়দায় ধরলেন

  সূত্রের খবর অনুযায়ি বর্তমানে ধর্মেন্দ্রর শরীর এখন আগের থেকে ভাল হয়েছে৷ এমনকি পরিস্থিতি এতটাই আগের চেয়ে ভাল হয়েছে যে হয়ত রবিবার রাতে তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হতে পারে৷ তবে অসুস্থতা যে ঠিক কীরকম তা অবশ্য হাসপাতাল থেকে বিস্তারিত জানানো হয়নি৷

  এদিকে ধর্মেন্দ্রর অসুস্থতার জন্য তাঁর ছেলে সানি দেওল হাসপাতালে চলে যান৷ তিনি নিজের ছবি সূর্যদেবের শ্যুটিং ছেড়ে মুম্বইতে চলে আসেন৷ তিনি এই মুহূ্র্তে বাবা ধর্মেন্দ্রর সঙ্গে হাসপাতালে আছেন৷

  উল্লেখ্য ধর্মেন্দ্রর বয়স ৮৬ বছর৷ তিনি খুবই ঘীরে ধীরে নিজের অসুস্থতা থেকে সেরে উঠছেন৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Actor, Bollywood, Dharmendra

  পরবর্তী খবর