অভিনেত্রী সুরেখা সিক্রির ব্রেন স্ট্রোক, ফিল্ম ইন্ডাস্ট্রির কাজে অর্থ সাহায্য চাইলেন তাঁর নার্স !
অভিনেত্রী সুরেখা সিক্রির ব্রেন স্ট্রোক, ফিল্ম ইন্ডাস্ট্রির কাজে অর্থ সাহায্য চাইলেন তাঁর নার্স !
অভিনেত্রী সুরেখা সিক্রির ব্রেন স্ট্রোক, ফিল্ম ইন্ডাস্ট্রির কাজে অর্থ সাহায্য চাইলেন তাঁর নার্স ! Veteran actress Surekha Sikri suffers a brain stroke her nurse requests film fraternity for financial help
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রির ব্রেন স্ট্রোক ৷ মঙ্গলবার হঠাৎই অসু্স্থ হয়ে পড়ায় তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের এক হাসপাতালে ৷
খবর অনুযায়ী, সুরেখা সিক্রির নার্স সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই সময় অভিনেত্রীর আর্থিক সাহায্য দরকার ৷ তাই ইন্ডাস্ট্রির সবাই যদি অভিনেত্রীকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে খুবই ভাল হয় ৷
২০১৮ সালেও ব্রেন স্ট্রোক হয়েছিল অভিনেত্রীর ৷ সেই কারণে অল্প প্যারালাইসিসে ভুগছেন তিনি ৷ খবর অনুযায়ী, দ্বিতীয়বার স্ট্রোক হওয়ায় স্বাভাবিকভাবেই তাঁর শারীরিক অবস্থার অবণতি ঘটেছে ৷
করোনা আবহে লকডাউনের সময় অভিনেত্রী নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে তাঁর অর্থনৈতিক অবস্থা মোটেই ভাল নয় ৷
Published by:Akash Misra
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।