#মুম্বই: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বরুণ ধাওয়ান৷ মঙ্গলবার তাঁর শরীরের বর্তমান অবস্থার কথা নিজেই জানান তিনি৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি পোস্ট করে বরুণ ধাওয়ান জানালেন এখন কেমন আছেন তিনি। তবে সেই পোস্টেও কুরুচিকর কমেন্ট উপচে পড়তে দেখা যায় । একজন প্রশ্ন তুলেছেন সত্যিই করোনা হয়েছে কিনা? নাকি এখানেও সাধারণ কাশির ওভার অ্যাক্টিং করছেন অভিনেতা৷
অভিনেতাও থেমে থাকেননি৷ পালটা বরুণ বলেন, তিনি খুব মজাদার। তার রসিকতাবোধ দুর্দান্ত। তিনি আশা করেন যেন তাঁকে বা তাঁর পরিবারকে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে না হয়। তাহলে তাঁদেরও এই মজাদার অজুহাত সহ্য করতে হত। '
পরে অবশ্য বরুণ পোস্টটি ডিলিট করে দেন। এরপর নিজের ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেন অভিনেতা। সেই পোস্টের কমেন্টে অভিনেতার সুস্থ হয়ে ওঠার কামনা করতে দেখা যায় তাঁর ভক্তদের ও অন্যান্য বলিউড অভিনেতাদের৷ তিনি বলেন, এই করোনা পরিস্থিতির মধ্যে সব শ্যুটিং সেরে ফেরার পর তিনি করোনা আক্রান্ত হয়েছেন৷ সবরকম ব্যবস্থা নেওয়া সত্ত্বেও তিনি আক্রান্ত হয়েছেন৷ তাঁর হয়তো আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি৷ ,সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেন তিনি৷
জানা গিয়েছে, হোম আইসোলেশনে রয়েছেন অভিনেতা। শারীরিকভাবেও ভালোই আছেন তিনি। খুব শীঘ্রই সুস্থ হয়ে ফিরবেন বলে তিনি আশা করেন । সোমবার নিজেই করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন বরুণ শেষবারের মতো বরুণকে দেখা যায় ’স্ট্রিট ডান্সার থ্রিডি‘-তে। তাঁর আসন্ন ছবির তালিকায় সবার উপরে রয়েছে কুলি নম্বর ওয়ান। অ্যামাজন প্রাইম ভিডিয়োতে এই ছবিটি মুক্তি পাবে। Simli Dasgupta
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Varun Dhawan