#মুম্বই: নেপোটিজম বিতর্কে বার বারই যাদের নাম সামনে আসে, তার মধ্যে ডেভিড ধাওয়ান পুত্র বরুণ ধাওয়ানের নামও আসে প্রথম তালিকাতেই৷ কেননা, করণ জোহরের হাত ধরেই স্টুডেন্ট অফ দ্য ইয়ারে বলিউডে পা রাখেন বরুণ ৷ তারপর তো আলিয়ার সঙ্গে নাম জুড়িয়ে নানা গুঞ্জন ৷ তবে সে আর বেশিদিন টিকল না ৷ তবে বরুণ কিন্তু নেপোটিজম বিতর্কের ওপরে উঠে ভাল অভিনেতা হিসেবে বার বার প্রমাণ করেছেন নিজেকে ৷ তাই বরুণ এখন বলিউডের এক পাকা ভবিষ্যত !
সোশ্যাল মিডিয়াতে কম-বেশি অ্যাক্টিভ বরুণ ৷ এমনিতে খোশমেজাজি হলেও, সোশ্যাল মিডিয়ায় বড্ড বেশি প্রাইভেট বরুণ ৷ খুব একটা ব্যক্তিগত বিষয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন না ৷ বিশেষ করে প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে তাঁর প্রেম প্রেম ব্যাপারকে দূরে রাখেন সোশ্যাল মিডিয়া থেকেই ৷View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Varun Dhawan