হোম /খবর /বিনোদন /
সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না, সত্যিটা উগরে দিলেন বরুণ ধাওয়ান!

সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না, সত্যিটা উগরে দিলেন বরুণ ধাওয়ান!

সেলিব্রিটি হওয়ার পর যেন কোনও কিছুই আর ব্যক্তিগত থাকে না। সম্পর্ক, প্রেম সবই পাবলিক হয়ে যায়।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সেলিব্রিটি হওয়ার পর যেন কোনও কিছুই আর ব্যক্তিগত থাকে না। সম্পর্ক, প্রেম সবই পাবলিক হয়ে যায়। জীবনের উপরে যেন ২৪ ঘণ্টা নজরদারি চলে। আর ভূরি ভূরি গসিপ তো লেগেই থাকে। বলিউড স্টার বরুণ ধাওয়ানের (Varun Dhawan) ক্ষেত্রেও এর বিন্দুমাত্র ব্যতিক্রম হয়নি। তবে জীবনের উপরে এই পাহারাদারি নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। সব কিছুর মাঝেই নিজের মতো করে শান্তি খুঁজে নিয়েছেন নায়ক। এ বিষয়ে কী বললেন বরুণ? জেনে নেওয়া যাক!ডেভিড ধাওয়ানের (David Dhawan) মতো একজন বড় পরিচালকের ছেলে বরুণ ধাওয়ান। সিনেমা হিট-ফ্লপ হওয়া নিয়ে একাধিক চিন্তায় থাকতে হয় তাঁকে। তার উপর বন্ধু, প্রেমিকা, পার্টি থেকে শুরু করে সব কিছু নিয়ে একের পর এক গসিপ চলে। তাঁর ব্যক্তিগত জীবনের সবই যেন আপামর জনসাধারণের চর্চার বিষয়। পুরো বিষয়টা সামলান কী ভাবে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে অকপট বরুণ। তাঁর কথায়, বিষয়টি নিয়ন্ত্রণ করা খুব কঠিন। কিন্তু এটা দৈনন্দিন সেলেব জীবনের একটি অংশ। সেলেবরা জানেন যে, তাঁদের সঙ্গে কী হচ্ছে বা তাঁর পরবর্তী পদক্ষেপে কী ধরনের আলোচনা হতে পারে। আর এগুলি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। এর জন্য দুঃখ পেয়ে বা প্রতিক্রিয়া দিয়ে তেমন কোনও লাভ নেই। তাই এই বিষয়টির সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নেওয়াই ভালো। বরুণ জানিয়েছেন যে তিনি এখন এ সবে অভ্যস্ত হয়ে উঠেছেন। আর এর মধ্যেই শান্তি খুঁজে নিয়েছেন জীবনের।প্রসঙ্গত, বড়দিনে মুক্তি পেয়েছিল বরুণ ধাওয়ান ও সারা আলি খান (Sara Ali Khan) অভিনীত কুলি নম্বর ওয়ান (Coolie No 1)। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত গোবিন্দা (Govinda) ও করিশমা কাপুর (Karishma Kapoor) অভিনীত কুলি নম্বর ওয়ান সিনেমার রিমেক এটি। তবে, ডেভিড ধাওয়ান পরিচালিত এই ছবি তেমন ভাবে সাড়া ফেলতে পারেনি। এ নিয়েও সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মতামত জানান বরুণ ধাওয়ান। তাঁর কথায়, সিনেমা মুক্তি পাওয়ার আগে থেকেই একটি নেগেটিভিটি ছড়ানো হয়েছে। বলা বাহুল্য, বর্তমানে একটি অদ্ভুত নেতিবাচক প্রচারের সঙ্গে লড়াই করছে পুরো ইন্ডাস্ট্রি। কিছু মানুষ শুরুর দিন থেকেই সিনেমাটিকে ছোট করে দেখানোর চেষ্টা করেছিলেন। তবে মানুষজন বিনোদনের খাতিরে নিজেদের মতো করে আপন করে নিয়েছেন কুলি নম্বর ওয়ান-কে।তবে ইতিমধ্যেই শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন বরুণ ধাওয়ান। শোনা যাচ্ছে, রাজ মেহতা (Raj Mehta) পরিচালিত যুগ যুগ জিও (Jug Jugg Jeeyo) সিনেমায় দেখা যাবে তাঁকে। বরুণের বিপরীতে দেখা যাবে কিয়ারা আদবানিকে (Kiara Advani)। ছবিতে বরুণ ধাওয়ানের সঙ্গে রয়েছেন অনিল কাপুর (Anil Kapoor), নীতু কাপুর (Neetu Kapoor), প্রাজক্তা কোলি (Prajakta Koli) ও মণীশ পল (Manish Paul)। ছবিটির প্রযোজনা করছেন করণ জোহর (Karan Johar)।

Published by:Akash Misra
First published:

Tags: Varun Dhawan