#মুম্বই: সেলিব্রিটি হওয়ার পর যেন কোনও কিছুই আর ব্যক্তিগত থাকে না। সম্পর্ক, প্রেম সবই পাবলিক হয়ে যায়। জীবনের উপরে যেন ২৪ ঘণ্টা নজরদারি চলে। আর ভূরি ভূরি গসিপ তো লেগেই থাকে। বলিউড স্টার বরুণ ধাওয়ানের (Varun Dhawan) ক্ষেত্রেও এর বিন্দুমাত্র ব্যতিক্রম হয়নি। তবে জীবনের উপরে এই পাহারাদারি নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। সব কিছুর মাঝেই নিজের মতো করে শান্তি খুঁজে নিয়েছেন নায়ক। এ বিষয়ে কী বললেন বরুণ? জেনে নেওয়া যাক!ডেভিড ধাওয়ানের (David Dhawan) মতো একজন বড় পরিচালকের ছেলে বরুণ ধাওয়ান। সিনেমা হিট-ফ্লপ হওয়া নিয়ে একাধিক চিন্তায় থাকতে হয় তাঁকে। তার উপর বন্ধু, প্রেমিকা, পার্টি থেকে শুরু করে সব কিছু নিয়ে একের পর এক গসিপ চলে। তাঁর ব্যক্তিগত জীবনের সবই যেন আপামর জনসাধারণের চর্চার বিষয়। পুরো বিষয়টা সামলান কী ভাবে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে অকপট বরুণ। তাঁর কথায়, বিষয়টি নিয়ন্ত্রণ করা খুব কঠিন। কিন্তু এটা দৈনন্দিন সেলেব জীবনের একটি অংশ। সেলেবরা জানেন যে, তাঁদের সঙ্গে কী হচ্ছে বা তাঁর পরবর্তী পদক্ষেপে কী ধরনের আলোচনা হতে পারে। আর এগুলি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। এর জন্য দুঃখ পেয়ে বা প্রতিক্রিয়া দিয়ে তেমন কোনও লাভ নেই। তাই এই বিষয়টির সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নেওয়াই ভালো। বরুণ জানিয়েছেন যে তিনি এখন এ সবে অভ্যস্ত হয়ে উঠেছেন। আর এর মধ্যেই শান্তি খুঁজে নিয়েছেন জীবনের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Varun Dhawan