Home /News /entertainment /
ভামিকা-আব্রাম-সামিশা-জাইনের মতো স্টার কিডদের নামের মানে জানেন কি?

ভামিকা-আব্রাম-সামিশা-জাইনের মতো স্টার কিডদের নামের মানে জানেন কি?

যা দেখা যাচ্ছে, অনুষ্কা শর্মা (Anushka Sharma) আর বিরাট কোহলি (Virat Kohli) কোনও রকম লিঙ্গ বৈষম্যকে প্রশ্রয় দেবেন না। এর আগে যেমন মেয়ে জন্ম নেওয়ার খবর পরিবেশনের সময়ে তাঁরা বেছে নিয়েছিলেন তথাকথিত মেয়েলি গোলাপি রঙের বদলে নিরপেক্ষ হলুদ রং, এবার মেয়ের নামকরণেও উঠে এল সেই সাম্যচেতনা।

আরও পড়ুন...
  • Share this:

#মুম্বই: যা দেখা যাচ্ছে, অনুষ্কা শর্মা (Anushka Sharma) আর বিরাট কোহলি (Virat Kohli) কোনও রকম লিঙ্গ বৈষম্যকে প্রশ্রয় দেবেন না। এর আগে যেমন মেয়ে জন্ম নেওয়ার খবর পরিবেশনের সময়ে তাঁরা বেছে নিয়েছিলেন তথাকথিত মেয়েলি গোলাপি রঙের বদলে নিরপেক্ষ হলুদ রং, এবার মেয়ের নামকরণেও উঠে এল সেই সাম্যচেতনা।

এটা এখন আর কারও অজানা নয় যে বিরুষ্কা (Virushka) মেয়ের নাম রেখেছেন ভামিকা (Vamika)। এই নাম আদতে নারী এবং পুরুষের সহাবস্থানের প্রতীক। অর্ধনারীশ্বর রূপে দেবী পার্বতী অবস্থান করেন শিবের বাম দিকে, তাই তাঁকে বলা হয় ভামিকা বা বামিকা । এই নাম রেখে বিরুষ্কা বুঝিয়ে দিলেন যে নারীই অর্ধেক পৃথিবী!

এই প্রসঙ্গে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক অন্য স্টার কিডদের নামেও। দেখে নেওয়া যাক কার নামের মানে কী!

আব্রাম খান (AbRam Khan)

গৌরী খান (Gauri Khan) এবং শাহরুখ খানের (Shah Rukh Khan) এই ছোট ছেলেটির নামের ইংরেজি বানানটা লক্ষ্য না করলেই নয়। এখানে দু'বার ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। এর মধ্যে Ab বোঝাচ্ছে ইহুদি ধর্মগুরু আব্রাহামকে আর Ram অর্থে হিন্দুদের ভগবান রাম! এই নামের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছে খানদান।

তৈমুর আলি খান (Taimur Ali Khan)

করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) এবং সইফ আলি খানের (Saif Ali Khan) এই ছেলের নামকরণ যে হয়েছে ইতিহাসপ্রসিদ্ধ যোদ্ধার নামে, তা-ও কারও অজানা নয়। তবে নায়িকা জানিয়েছিলেন যে তৈমুর শব্দের অপর অর্থ লোহা। ছেলে লোহার মতো কঠিন হোক, এই ভাবনাতেই এমন নামকরণ!

আরাধ্যা বচ্চন (Aaradhya Bachchan)

ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) এবং অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) মেয়ের নামের অর্থ সহজ এবং সুন্দর- যাকে আরাধনা করা হয়ে থাকে!

সামিশা কুন্দ্রা (Samisha Kundra)

শিল্পা শেঠি কুন্দ্রা (Shilpa Shetty Kundra) এবং রাজ কুন্দ্রা (Raj Kundra) তাঁদের মেয়ের নাম রেখেছেন সামিশা। সংস্কৃত সা অর্থে কিছু পাওয়া এবং রাশিয়ান মিশা অর্থে দেবতুল্য। তাঁরা যে দেবতার মতো সন্তান পেয়েছেন, সেই আনন্দ এই নামকরণে ফুটে উঠেছে।

মিশা কাপুর (Misha Kapoor), জাইন কাপুর (Zain Kapoor)

মীরা রাজপুত (Mira Rajput) আর শাহিদ কাপুরের (Shahid Kapoor) মেয়ের নাম মিশা রাখা হয়েছে মা-বাবার নামের আদ্যক্ষর জুড়ে। আর ছেলে জাইনের নামের পার্সিয়ান অর্থ সৌন্দর্য।

ইনায়া খেমু (Inaaya Kemmu)

সোহা আলি খান (Soha Ali Khan) এবং কুণাল খেমুর (Kunal Kemmu) মেয়ের নামের মানে ঈশ্বরের উপহার। দুর্গানবমীর দিন জন্ম, তাই ডাক নাম রাখা হয়েছে নউম্মি!

Published by:Piya Banerjee
First published:

Tags: Anushka Sharma, Vamika, Virat Kohli

পরবর্তী খবর