#কলকাতা: এ শহর জানে তাঁর সবকিছু ৷ এ শহর জানে তাঁর অবদান ৷ নাট্যপ্রেমী মানুষের মনে তিনি এখনও রয়েছেন ৷ মঞ্চের আলোয়, সংলাপে, শব্দের ইকোতে শহরের বুকে রয়েছেন তিনি ৷ উষা গঙ্গোপাধ্যায় ৷ যাঁর হাতে শহর পেয়েছিস রঙ্গকর্মী নাট্যদল ৷ সেই রঙ্গকর্মীই এবার পেল সুসজ্জিত ও অত্যাধুনিক নতুন গ্যালারি স্টুডিও ৷ রঙ্গকর্মীর নতুন কার্যনির্বাহী দলের সদস্য হীরকেন্দু গাঙ্গুলি (সভাপতি), তৃপ্তি মিত্র (পরিচালক), অনিরুদ্ধ সরকার (সম্পাদক) সহ অন্যান্য সম্মানীয় অতিথিদের উপস্থিতেই উদ্বোধন হল নাটকের নতুন মঞ্চ ৷ যা উৎসর্গ করা হল প্রয়াত প্রবাদপ্রতীম নাট্যব্যক্তিত্ব উষা গঙ্গোপাধ্যায়কে ৷
এই সুসজ্জিত শিল্প সম্মত ভাবে তৈরি মঞ্চের চারপাশে রয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম এবং প্রযোজনার গুণমান বাড়ানোর জন্য, নাট্যকর্মীদের জন্য এবং দর্শকদের ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য সর্বাধিক ৫০ টি আলো প্রক্ষেপনের (Light projections) সুব্যবস্থা। রঙ্গকর্মীর এই নব নির্মিত থিয়েটার মঞ্চটি দেখতে একটা আখড়া বা গ্যালারির মতো। এখানে খুব ভালো ভাবে বসে নাটক দেখার সুব্যবস্থাও করা হয়েছে।শুধু তাই নয়, রয়েছে একটি লাইব্রেরি, আলো ও সাউন্ড অপারেশনের ক্ষেত্র, মাইক্রোফোনস, প্রক্ষেপণ অঞ্চল, পুরুষ ও মহিলা শিল্পীদের জন্য পৃথক গ্রিন রুম, ফটোশুটের ব্যাকড্রপস এবং রিফ্রেশমেন্টের জন্য রয়েছে ক্যাফেও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।