#মুম্বই:ইদানিং সবাইকে চমক দিতে ভালবাসছেন বলিউড অভিনেত্রী ও ফ্যাশন আইকন উর্বশী রাওতেলা ৷ আর তাই তো সোশ্যাল মিডিয়ায় যখনই নিজের নতুন নতুন অবতারের ছবি পোস্ট করছেন, তখনই একেবারে ভাইরাল ৷ তবে এবার দেশের বাইরে গিয়ে নতুন চমক দিতে ব্যস্ত উর্বশী !
তা কী করলেন নায়িকা ?গপ্পোটা হল, সম্প্রতি আরব ফ্যাশন উইকে শো-স্টপার হিসেবে জায়গা করে নিয়েছেন উর্বশী ৷ এক ঝকঝকে দারুণ ভিডিও শেয়ার করে সে কথা অনুরাগীদের জানিয়েছেন নায়িকা ৷ জানা যায়, এই প্রথম কোনও ভারতীয় আরব ফ্যাশনের জগতে পা রেখেছে !তবে এখানেই শেষ নয়, উর্বশীর এই ফ্যাশন উইকে যেভাবে ধরা দেবেন, তাও বড় চমক ৷
জানা গিয়েছে, উর্বশীর এই মেকআপে ব্যবহার হয়েছে ২২ ক্যারেট সোনা ! শুধু তাই নয়, উর্বশীর পোশাকও মণিমুক্ত ঠাসা !ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন উর্বশী !
Published by:Akash Misra
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।