হোম /খবর /বিনোদন /
২২ ক্যারেট সোনা দিয়ে মেকআপ, শরীরে জড়ানো মণি-মুক্তো, চমক দিলেন উর্বশী

২২ ক্যারেট সোনা দিয়ে মেকআপ, শরীরে জড়ানো মণি-মুক্তো, চমক দিলেন উর্বশী

ইদানিং সবাইকে চমক দিতে ভালবাসছেন বলিউড অভিনেত্রী ও ফ্যাশন আইকন উর্বশী রাওতেলা ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ইদানিং সবাইকে চমক দিতে ভালবাসছেন বলিউড অভিনেত্রী ও ফ্যাশন আইকন উর্বশী রাওতেলা ৷ আর তাই তো সোশ্যাল মিডিয়ায় যখনই নিজের নতুন নতুন অবতারের ছবি পোস্ট করছেন, তখনই একেবারে ভাইরাল ৷ তবে এবার দেশের বাইরে গিয়ে নতুন চমক দিতে ব্যস্ত উর্বশী !

তা কী করলেন নায়িকা ?গপ্পোটা হল, সম্প্রতি আরব ফ্যাশন উইকে শো-স্টপার হিসেবে জায়গা করে নিয়েছেন উর্বশী ৷ এক ঝকঝকে দারুণ ভিডিও শেয়ার করে সে কথা অনুরাগীদের জানিয়েছেন নায়িকা ৷ জানা যায়, এই প্রথম কোনও ভারতীয় আরব ফ্যাশনের জগতে পা রেখেছে !তবে এখানেই শেষ নয়, উর্বশীর এই ফ্যাশন উইকে যেভাবে ধরা দেবেন, তাও বড় চমক ৷
View this post on Instagram

The Light Is Coming To Take Back Everything The Darkness Stole. Here is a sneak peak of our first ever Cover Star from Bollywood @urvashirautela and as we celebrate the festival of light aka Diwali for her most glamorous cover with XPEDITION Magazine. - Diwali symbolizes victory of light over darkness, good over evil, and knowledge over ignorance. This issue is dedicated to the world who has experienced a global pandemic in the beginning of the year, racial discriminations, economic crashes and social injustices - it’s about time to unite, dust off, stand up and illuminate the world with our golden lights. - Production Team Editor-in-Chief/Publisher @josh_yugen Creative Director @ianborromeo888 Fashion Design @furneamato of @amatoofficial Makeup @vimijoshi of @maccosmeticsmiddleeast Hair @carlafuentes_official Photography @dubai_photographer_dxb Videography @mangemong Location @babalshamshotel Communications Partner @yugenpr Brand Partner @opeldubai - #XPEDITIONMagazine #XPEDITION #UrvashiRautelaforXPEDITION #UrvashiRautela #YugenPR #MiddleEastMagazine #JoshYugen #Love

A post shared by URVASHI RAUTELA 🇮🇳Actor🇮🇳 (@urvashirautela) on

জানা গিয়েছে, উর্বশীর এই মেকআপে ব্যবহার হয়েছে ২২ ক্যারেট সোনা ! শুধু তাই নয়, উর্বশীর পোশাকও মণিমুক্ত ঠাসা !ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন উর্বশী !
Published by:Akash Misra
First published:

Tags: Urvashi Rautela