#মুম্বই: নিজের অদ্ভূতুরে জামা-কাপড়ের জন্য নজর কেড়েছেন Urfi Javed৷ তাঁর ফ্যাশন নিয়ে তো কথা বলার নেই৷ কখন যে কী পরছেন তা বুঝে ওঠা দায়৷ কখনও পরছেন প্লাস্টিকের পোশাক তো কখনও কাঁচের পোশাক! তাঁকে নিয়ে আলোচনা বিস্তর৷ আর এই সব পোশাক পরে বিতর্ক তৈরি করে তিনি বাড়িয়ে ফলছেন তাঁর ভক্তের সংখ্যা৷ হু হু করে বেড়ে যাচ্ছে ইনস্টাগ্রামের তাঁর ফলোয়ার৷ তিন মিলিয়ান ফলোয়ার হওয়ায় পার্টি করলেন উরফি আর তাতেই তিনি পরে এলেন কাঁচের পোশাক৷ ফল যা হওয়ার তাই৷ কেটে কুটে একাকার হল তার শরীর! সেই পোশাকের ভার নাকি আবার ২০ কেজি! তবে সেই নিয়েও একেবারে সেজেগুজে ঘুরে বেড়াচ্ছেন হিন্দি টেলি ইন্ডাস্ট্রির নতুন সেনসেশন৷
সব ঠিক ছিল, তবে কাঁচের পোশাক বিষয়টা অভিনব হলেও একেবারেই রুচিশীল ছিল না৷ সঙ্গে কেটে ছড়ে যাওয়ার ঝুঁকিও ছিল৷ হলও তাই৷ কাঁধের কাছে চিড়ে গেল৷ সেই কাটা ছেড়া আবার সকলকে দেখিয়ে বেরালেন সুন্দরী৷ মুখে চড়া মেকআপ নিয়ে ফোটোগ্রাফারদের গিয়ে দেখালেন সেই কাটা দাগ! যখন জিজ্ঞাসা করা হয়, কেন এমন করলেন তিনি, উৎসাহের সঙ্গে উরফি উত্তর দিলেন, খতরো কি খিলাড়ি! অর্থাৎ তিনি ঝুঁকি নিতে ভালবাসেন, বুঝিয়ে দিলেন নবতম টেলি সেনসেশন গার্ল৷
একটি সাদা পোশাকের উপর কাঁচের পোশাকটি পরেছিলেন উরফি৷ তিনি সবসময় চমক দিতে বিশ্বাসী৷ তাই তো এমন সাজ৷ সর্বদা পোশাক ও নিজের সাজ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালবাসেন এই মেয়ে৷ তবে তার জন্য ট্রোলও কম হন না৷
বিগ বস ওটিটি থেকে নিজের পরিচিতি বাড়িয়েছেন নায়িকা৷ যদিও সেভাবে অভিনয় জগতে তাঁকে দেখতে পাওয়া যায়নি৷ বিগ বসের ঘরে বেশি দিন টিকতে পারেননি উরফি৷ তারপর থেকে তাঁকে আর কোনও শোতেও দেখতে পাওয়া যায়নি৷
চন্দ্র নন্দিনী, বড়ে ভাইয়া কি দুলহানিয়া, সাত ফেরে কি হেরা ফেরি, ইয়ে রিস্তা কয়া কেহলাতা হেয়, কসউটি জিন্দেগি কে ২- সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে৷ তারপর তিনি বিগ বসের ঘরে আসেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Urfi javed, Viral Video