#মুম্বই: উরফি জাভেদ (Urfi Javed's Viral Video)। বলিউডে এই নাম এখন সকলের মুখে মুখে ঘোরে। ছোট পর্দায় অভিনয় করেছেন উরফি। এছাড়াও বিগবসের ঘরে লড়াকু প্রতিযোগী ছিলেন তিনি। তবে এই সব কিছুর থেকে বেশি নজর কাড়ে উরফির পোশাক। প্রায় প্রতিদিন নানা রকম পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। আর সেই পোশাক নিয়ে হয় তুমুল চর্চা। কখনও দেখা যায় বুকে সামান্য একটা সুতো আটকে, খোলা শরীরে রাস্তায় বা শপিংমলে কিংবা বিমানবন্দরে ঘুরছেন নায়িকা। তাঁকে এই সব পোশাকে দেখতে পেলেই ভিড় জমান পাপারাৎজিরা। সাধারণ মানুষও ছুটে আসেন। মোট কথা উরফি জানেন কী ভাবে খবরে থাকতে হয়!
তবে সম্প্রতি উরফি(Urfi Javed's Viral Video) যা করলেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। নানা রকম উদ্ভট পোশাক পরে শপিং মল থেকে রাস্তায় ঘুরে বেড়ানো উরফির প্রায় রোজের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রায় অর্ধনগ্ন অবস্থায় ঘুরে বেড়ান তিনি। এবার সব কিছুকে ছাপিয়ে গেলেন নায়িকা।
View this post on Instagram
সম্প্রতি উরফি তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। উরফি তাঁর গোপন অঙ্গ ঢেকেছেন বুড়ির চুল দিয়ে। মানে যাকে বলে কটন ক্যান্ডি। বুকে এবং যৌনাঙ্গে কটন ক্যান্ডি আটকেছেন। শুধু তাই নয়, সেই কটন ক্যান্ডি আবার পোশাক থেকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছেন নায়িকা।
উরফির এই কাণ্ড দেখে অবাক বলিউড। অনেকেই বলছেন সব সীমা ছাড়িয়ে গিয়েছেন নায়িকা। এত দিন অর্ধ নগ্ন হয়ে ঘুরতেন। এবার সে সব কিছুকে ছাপিয়ে গিয়েছেন উরফি জাভেদ। আপাতত এই ভিডিও তুমুল চর্চায়। নেটিজেনরা সমালোচনায় ভরিয়েছেন। তবে কেউ কেউ আবার বলেছেন , " এই মেয়ের সাহস আছে। যা চান তাই করেন।" তুমুল গতিতে ভাইরাল ভিডিও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Urfi javed, Viral Video