#মুম্বই: বিগবস ওটিটি (Bigg Boss OTT) থেকে জনপ্রিয়তার শৃঙ্গে পৌঁছে যাওয়া উরফি জাভেদ (Urfi Javed) পঞ্জাবি কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন৷ বলিউডের (Bollywood) লাস্যময়ী সুন্দরী অভিনেত্রী জানিয়েছেন কাস্টিং ডিরেক্টর ওবেদ আফ্রিদি তাঁর থেকে শরীর চেয়েছিলেন! তাঁর অভিযোগ এরকমভাবে অভিনেত্রীদের থেকে যৌনলিপ্সা (Sexual Favour) মিটিয়েই থাকে৷ নিজের অভিযোগ যে ভিত্তিহীণ নয়, তার পিছনে ইনস্টাগ্রাম স্টোরিজে চ্যাটের স্ক্রিনশট দিয়েছে৷ উরফি জাভেদের এই অভিযোগ এখন বলিউডের বড় গসিপ (Bollywood Gossip)৷
উরফি জাভেদ (Urfi Javed) অভিযোগ করেছেন ওবেদ তাঁকে কাজের জন্য পয়সা দেননি৷ তিনি একটি পার্সোনাল চ্যাট নিজের প্রমাণ নিজে দিয়েছেন৷ উরফি শ্যুটিংয়ের নিয়ম অনায্যভাবে বাতিল করায় তাঁদের অন্য অভিনেত্রী নিতে হয়ে বলে ওই কাস্টিং ডিরেক্টর অভিযোগ করেছে৷ উরফি এই কথাকে মিথ্যা বলেছে৷ তাঁর টাকা চাওয়ার জন্য এরকম করা হয়েছে৷ এটাই বলে তিনি স্ক্রিনশট করেছে৷ উরফি জাভেদের এই অভিযোগ এখন বলিউডের বড় গসিপ (Bollywood Gossip)৷
উর্ফি জাভেদ জানিয়েছেন তিনি আরও পাঁচ অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন তাঁরা একইরকমের অসুবিধার মুখে পড়েছে৷ এক মহিলাকে মিউজিক ভিডিও-র লিড করার অফার দেওয়া হয়েছিল৷
পরে তারে বলা হয় এর জন্য প্রডিউসারের সঙ্গে তাঁকে শারীরিক সম্পর্ক করতে হবে৷ তিনি এও বলেছেন ওই মহিলার থেকে ভিডিও কলেও এই কথা প্রমাণ করতে পারেন৷ এই চ্যাটেরও স্ক্রিন শট শেয়ার করেছেন তিনি৷
অভিনেত্রী প্রিয়াঙ্কা শর্মা জানিয়েছেন উরফি জাভেদকে যে তাঁর থেকে সেক্সয়াল ফেভার পেতে চেয়েছ প্রডিউসার৷ কাজ পাওয়ার জন্য শুতে হবে পরিষ্কার বলে৷ তার কাছে একেবারে জোর করে শারীরিক সম্পর্ক তৈরির কথা বলা হয়েছিল৷
উর্ফি জাভেদ বিগ বস ওটিটিতেই শেষবার কাজ করেছেন৷
তিনি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল৷ নিয়মিত তিনি ভিডিও দেন যা ভাইরাল হয়৷ পোশাক পরে তিনি যা করেন তা নিয়েও সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়৷ ২৪ বছরের উর্ফি জাভেদ ২০১৬ তে টিভি শো -তে বড়ে ভাইয়া কি দুলহনিয়াতে কাজ করেছিলেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Bollywood Gossip, Gossip, Urfi javed